কলকাতা ব্যুরো: দেশে করোনা র দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে সামান্য স্বস্তির মধ্যেই দুশ্চিন্তা বাড়িয়ে দিচ্ছে সাম্প্রতিক মানালি ও কেম্পটি ফলসের ভিড়ের ছবি। হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের এই দুই পর্যটন কেন্দ্রের ছবি এখন রীতিমতো ভাইরাল। যে ছবি নিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠকে দুশ্চিন্তা প্রকাশ করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ছবি দেখার পাশাপাশি বাংলাদেশ রাশিয়ার মতো দেশগুলোতে সংক্রমণ বাড়ার ছবি উদাহরণ হিসেবে রেখে স্বাস্থ্যমন্ত্রক নাগরিকদের নিজেদের নিয়ন্ত্রণ করার আহ্বান জানিয়েছে।
যদিও মোটের উপর প্রশ্ন উঠছে, যেভাবে সারা দেশের মানুষ করোনা ঠেকাতে সচেতনতার কথা বলছেন, সেখানে উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের মত দুটি রাজ্য কি করে দায়িত্বজ্ঞানহীন এর মতো কোনো নিয়ন্ত্রণ না রেখে পর্যটকের ভিড় জমানোর সুযোগে ছাড়পত্র দিচ্ছে। এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার উদ্বেগ দেখালেও, ওই দুই রাজ্যকে এই ভিড় ঢাকাতে ব্যবস্থা নেওয়ার জন্য সর্তকতা জারি করেছে বলে খবর নেই। ফলে আশংকা, খুব স্বাভাবিকভাবেই এই দুই রাজ্যের পর্যটন কেন্দ্র থেকে দ্রুত তৃতীয় ঢেউ উঠতে পারে যা দ্রুত ছড়িয়ে পড়বে সারা দেশেই।
এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ইউরোপের দিকে নজর দিয়ে দেখানোর চেষ্টা করে সেখানে হেলাফেলা মনোভাবের কারণে কিভাবে দ্রুত করোনা সংক্রমণ বাড়ছে। অন্যদিকে রাশিয়াতে যেখানে দ্বিতীয় ঢেউয়ে ২৮ হাজার প্রতিদিন সংক্রমণ হত, সেখানে এখন ২৩ হাজার প্রতিদিন সংক্রমণ হচ্ছে তৃতীয় ঢেউয়ে। আমাদের প্রতিবেশী বাংলাদেশের দ্বিতীয় ঢেউয়ের সময় দিনে ন হাজার মানুষ আক্রান্ত হতেন দিনে, সেখানে এখন তৃতীয় ঢেউয়ে সাত করে আক্রান্ত হচ্ছে। এই অবস্থায় এখনই নাগরিকরা নিজেরা সচেতন না হলে, তৃতীয় ঢেউ যে কোন মুহূর্তে হামলে পড়ে পরিস্থিতি আরো জটিল করতে পারে বলে আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রকের।