এক নজরে

মমতার পায়ে চোট, বিরোধী মেজাজে তৃণমূল

By admin

March 10, 2021

কলকাতা ব্যুরো: নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী পায়ে চোট পেয়েছেন। আর তাতেই ভোট বাজারে রাজনীতির পারদ একেবারে চড়চড় করে উপরে উঠছে। তিনি নন্দীগ্রামে অভিযোগ করেছেন, কয়েকজন নাকি তাকে পিছন থেকে ধাক্কা দিয়েছে। যদিও তারা কারা, ঘটনার ছ ঘন্টা পরেও পুলিশ তাদের চিহ্নিত করতে বা গ্রেফতার করতে পারেনি। অথচ মুখ্যমন্ত্রী জেড প্লাস নিরাপত্তা পেয়ে থাকেন। এই অবস্থায় তাকে তড়িঘড়ি কলকাতায় এনে এসএসকেএম হাসপাতলে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। বসেছে মেডিকেল বোর্ড। একইসঙ্গে প্রস্তুত রাখা হয়েছে বাঙ্গুর ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সকে। কারণ প্রয়োজনে মুখ্যমন্ত্রীকে সেখানে স্থানান্তর করা হতে পারে।

এটা যদি হয় নন্দীগ্রাম থেকে কলকাতা– একটি ঘটনা, তাহলে এর পরের অংশ, গোটা রাজ্য জুড়ে। দলের নেত্রীকে বিজেপি মেরেছে, এই অভিযোগে প্রধানমন্ত্রীর কাছে জবাব চাইছেন তৃণমূল নেতাকর্মীরা। কলকাতা থেকে কোচবিহার- চতুর্দিকে অবস্থান বিক্ষোভ শুরু করে দিয়েছে তৃণমূল। মুখ্যমন্ত্রী এসএসকেএম হাসপাতালে ঢোকার আগে থেকেই তৃণমূল সমর্থক জুনিয়র ডাক্তারদের সংগঠন রীতিমতো অবস্থান শুরু করেছে হাসপাতাল চত্বরে। কলকাতার অন্যান্য অংশেও তৃণমূলের স্থানীয় নেতাকর্মীরা দলবেঁধে বসে আন্দোলন শুরু করেছেন। মুখে তাদের বিজেপি বিরোধী স্লোগান। এখানে এক ঝলক দেখলে ভ্রম হতে পারে যে রাজ্যে বিজেপির সরকার চলছে নাকি! যেভাবে তৃণমূল নেতাকর্মীরা দিকে দিকে ক্ষোভ বিক্ষোভ শুরু করেছেন, সুব্রত মুখোপাধ্যায়, সাধন পান্ডের মতো নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রীর মতো নিরাপত্তা দেওয়ার দাবি তুলছেন, তাতে রাজ্যে তৃণমূল এখনো যে শাসক, ছবি দেখে সেটা ভ্রম হতে পারে। একেবারে বিরোধীদলের কায়দায় তৃণমূল মমতা ব্যানার্জির এই আহত হওয়ার ঘটনাকে সামনে নিয়ে বিজেপির বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছে। হাসপাতলে মুখ্যমন্ত্রী কে দেখতে এসে বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যপাল জাগদীপ ধনকার। তার গাড়ি লক্ষ্য করে তৃণমূলের বিক্ষোভ থেকে উড়ে গেল জুতো। একেবারে বিরোধী মেজাজে যেন তৃণমূল।

মুখ্যমন্ত্রী কয়েকজনের তাকে পিছন থেকে ঠেলে ফেলার তত্ত্ব দিলেও, স্থানীয় বাসিন্দারা বলছেন, যে জায়গায় নন্দীগ্রামে ঘটনাটি ঘটেছে সেখানে গ্রামের রাস্তায় যাতে লরি ঢুকে না পড়ে, তাই পথের মাঝে থাম ছিল। মুখ্যমন্ত্রী সেখানেই গাড়ি থেকে নেমে সমর্থকদের সঙ্গে হাত মিলিয়ে ফের গাড়িতে ওঠার সময় কোন কারণে রাস্তায় পুঁতে রাখা ওই লোহার থামে তার পা কেটে যায়। ঘটনা যাই হোক, ইতিমধ্যেই নির্বাচন কমিশন রাজ্য সরকারকে সুয়োমোটো মামলা দায়ের করার নির্দেশ দিয়েছে। রিপোর্ট চাওয়া হয়েছে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার এর কাছ থেকেও।গোটা ঘটনা নিয়ে অবশ্য বিরোধীরা এককথায় এটাকে নাটক বলে পাল্টা অভিযোগ তুলেছেন। তাদের বক্তব্য, জেড প্লাস নিরাপত্তার অধিকারী মুখ্যমন্ত্রীর সঙ্গে যে নিরাপত্তা বলয় থাকে, তা ভেদ করে কি করে চার-পাঁচজন ধাক্কা মেরে তাকে জখম করে হাওয়া হয়ে গেল তা স্পষ্ট নয় এবং বিশ্বাসযোগ্য নয়। সিপিএম থেকে বিজেপি হয়ে কংগ্রেস –প্রত্যেকেরই অভিযোগ, সহানুভূতির হাওয়া তুলে ভোট বাক্স বাড়তি অক্সিজেন যোগানোর চেষ্টা করছে তৃণমূল। বাস্তবে এতে কোনো কাজ হবে না।আদবে সহানুভূতির ভোট নন্দীগ্রামে তৃণমূলের ভোটবাক্সে পড়বে কিনা সেটা বড় কথা নয়। এদিন সন্ধ্যের পর থেকে গোটা রাজ্যে যেভাবে তৃণমূল সমর্থকরা নেত্রীর পায়ে চোটকে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে, পথে নেমেছেন, তাতে নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই তৃণমূল একেবারে বিরোধী মেজাজে যে চলে গিয়েছে এটা বলা যায়।