কলকাতা ব্যুরো: করোনা আবহে এবার ছেদ পড়ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বিজয়ার অনুষ্ঠানে। প্রতিবার মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ি হয়ে ওঠে বিজয়ার মিলন ক্ষেত্র।ওইদিন দুপুরের পর থেকেই দলীয় নেতা-মন্ত্রী থেকে শুরু করে তৃণমূলের শুভাকাঙ্ক্ষী, বিভিন্ন পেশার মানুষরা ভিড় জমান ওই বাড়িতে।কিন্তু এবার করোনার প্রক পের কথা মাথায় রেখে সেখানে কোন অনুষ্ঠান করা হবে না বলে জানিয়ে দিয়েছেন দলের শীর্ষ নেতা পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেছেন, প্রতিবারই বিজয়ার দিনে কালীঘাটে ওই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। কিন্তু এবার করোনা আবহে তিনি ওই দিন ওই অনুষ্ঠানে থাকবেন না।তাই দলীয় কর্মী নেতা থেকে শুরু করে সমাজের বিভিন্ন পেশার মানুষ যারা কালীঘাটে সৌজন্য বিনিময় উপস্থিত হন, তাদের এবার বিরত থাকতে অনুরোধ করেছে তৃণমূল নেতৃত্ব।সামনাসামনি দেখা করার বদলে অন্যান্য যেসব মাধ্যমে সৌজন্য বিনিময় করা যায়, সেভাবেই এবারে মুখ্যমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের আবেদন করা হয়েছে