এক নজরে

ব্রিটিশরাও এমন অত্যাচার করত না

By admin

July 27, 2022

কলকাতা ব্যুরো: একুশে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ ছিল, বিজেপির মেরুদণ্ড ইডি ও সিবিআই। বাইশে জুলাই সেই ইডি রাজ্যের একাধিক জায়গায় হানা দিয়ে ২২ কোটি টাকা-সহ বিপুল সম্পত্তি উদ্ধার করে। গ্রেফতার হন তৃণমূলের মহাসচিব তথা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। এই আবহে বুধবার, উত্তরপাড়ায় টিটাগড় ওয়াগন কারখানার মেট্রো রেকের উদ্বোধনে মমতা বললেন, ব্রিটিশরাও অত্যচার করত, কিন্তু এই রকম অত্যাচার ছিল না। কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে ‘গব্বর’ বলেও কটাক্ষ করলেন মমতা।

মেট্রো রেকের উদ্বোধনে এ দিন মমতা তাঁর সরকারের একাধিক উন্নয়নের পরিসংখ্যান তুলে ধরেন। ২ লক্ষের বেশি কর্মসংস্থান হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। দেউচা, সিলিকন ভ্যালি-সহ একাধিক শিল্পক্ষেত্রে আরও বিপুল কর্মসংস্থান হবে বলে প্রতিশ্রুতিও দেন তিনি। তার পাশাপাশি, সরকারের উন্নয়ন থামিয়ে দিতে বিরোধীরা চক্রান্ত করছেন বলে অভিযোগ মমতার। কেন্দ্রের উদ্দেশে তোপ দেগে বলেন, ২১ জুলাই বড় মিছিল হওয়ার পর ২২ জুলাই যদি কিছু ঘটে থাকে অবশ্যই পদক্ষেপ করবে, কিন্তু মধ্যরাতে কেন? ভোররাতে কেন? মমতার বিস্ফোরক দাবি, তাঁর ঠিকানা জানার জন্য ববি হাকিমের পাড়ায় ঘুরে বেড়াচ্ছিলেন ইডির আধিকারিকরা। আসলে বাংলাকে বদনাম করার চেষ্টা চলছে।

কেন্দ্রের বিরুদ্ধে মমতার আরও অভিযোগ, এজেন্সির নামে অন্য দলের ভাবমূর্তি খারাপ করে টাকা লুঠ করছে নিজেরাই। দেশটাকে লুঠেরায় পরিণত করেছে তারা। মনে রাখবেন, এটা দেশের পক্ষে ভাল নয়। আর কথা বলতে গেলে সব সাসপেন্ড করা হচ্ছে। উল্লেখ্য, সংসদে হই-হট্টগোলের জেরে ফের তৃণমূলের একাধিক সাংসদকে সাসপেন্ড করা হয়। মুখ্যমন্ত্রীর দাবি, তিন-চারটে এজেন্সি দিয়ে সরকারকে জব্দ করার হচ্ছে। মহারাষ্ট্র ভেঙেছে বলে ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড, বাংলা ভাঙার যে হুঁশিয়ারি বিজেপি দিচ্ছে, বাংলায় তা সম্ভব নয় বলে সাফ জানান মমতা।

মমতা এ দিন আরও জানান, স্বাধীনতার সময় ব্রিটিশদের হাতে অত্যাচারিত হয়েছিলেন নেতাজি-গান্ধীজিরা। কিন্তু আজকের মতো অত্যাচার ছিল না। ত্রাসের পরিবেশ তৈরি করা হয়েছে বলে অভিযোগ মমতার।