কলকাতা ব্যুরো: আগামী ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণার আবেদন নিয়ে নরেন্দ্র মোদিকে চিঠি দিল রাজ্য সরকার। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু পাতার একটি চিঠি লেখেন প্রধানমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী তার চিঠিতে লিখেছেন, একদিকে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিনকে জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করা হোক। একইসঙ্গে নেতাজির অন্তর্ধান রহস্য কিনারা করতে পদক্ষেপ করুক কেন্দ্র। সেখানে কি তথ্য পাওয়া যাচ্ছে তা জানানো হোক জনসাধারণকে। মুখ্যমন্ত্রী তার চিঠিতে আবেদন করেছেন, নেতাজির জন্মদিনে সমস্ত স্কুল-কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান, কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হোক।

সরকারিভাবে বলা হয়, ১৯৪৫ সালের ১৮ আগস্ট বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় নেতাজির। কিন্তু তা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। সেই বিতর্ক নিরসনে কেন্দ্রকে যথোপযুক্ত পদক্ষেপ করারও আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু হঠাৎ এবারে কেন রাজ্য সরকার নেতাজির জন্মদিন নিয়ে এমন উদ্যোগ নিল সে ব্যাপারে নানান মত ঘোরাফেরা করছে।

গত কয়েক বছর ধরেই বিজেপি, নেতাজি সম্পর্কে যথেষ্ট আগ্রহ দেখাতে শুরু করেছে। গত কয়েকটি নির্বাচনে, নেতাজির পরিবারের সদস্যদের নিজেদের পক্ষে এনে ভোটে ও প্রার্থী করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতায় নেতাজির বাসভবন ঘুরে গিয়েছেন। এমনকি চন্দ্র বসুকে লোকসভা ভোটে জেতানোর জন্য বিজেপি সর্বভারতীয় এক নেতাকে দায়িত্ব দিয়েছিল। একেবারে পৃথক ভাবেই তিনি শুধু একটি আসনে বিজেপির জন্য স্ট্র্যাটেজি ঠিক করেছিলেন। যদিও বাস্তবে তাতে ফল হয়নি। এবার আগামী বছর বিধানসভা ভোটের কথা মাথায় রেখে নরেন্দ্র মোদির সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রস্তাব গ্রহন করে কি না তা নিয়ে এখন জল্পনা শুরু হয়েছে।