কলকাতা ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭০ তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এদিন এক টুইট বার্তায় মোদীকে শুভেচ্ছা বার্তা পাঠান মমতা। রাজনৈতিক মত পার্থক্য যাই থাকুক না কেন,জন্মদিনের শুভেচ্ছা জানানো এবং তাঁর দীর্ঘায়ু কামনা করার ক্ষেত্রে তা অন্তরায় হয়ে দাঁড়ায়নি।সকালেই প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও।
