এক নজরে

স্থিতিশীল শুভেন্দু, খোঁজ নিলেন মমতা

By admin

September 26, 2020

কলকাতা ব্যুরো: করোনা আক্রান্ত হলেও আপাতত স্থিতিশীল রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। শারীরিক অবস্থার উন্নতি হয়েছে তার মা গায়ত্রী অধিকারীরও। করোনা আক্রান্ত হওয়ায় বর্তমানে শুভেন্দু রয়েছেন কোলাঘাটের একটি গেস্ট হাউসে। তার মা ভর্তি রয়েছেন কলকাতার একটি হাসপাতালে। দুজনকেই দেখছেন ডাঃ শ্যামাসিস বন্দ্যোপাধ্যায়।

শুভেন্দুর বাবা তৃণমূল সাংসদ শিশির অধিকারী জানান, ভালো আছেন তারা। ফোনে গায়ত্রী দেবী ও শুভেন্দুর খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, নতুন করে আর জ্বর আসেনি শুভেন্দুর। কমেনি অক্সিজেনের মাত্রাও। যদি তা হয়, তবে হাসপাতালে ভর্তি হতে হবে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক। বৃহস্পতিবারই করোনা ধরা পরে শুভেন্দুর।