কলকাতা ব্যুরো: করোনা ভ্যাকসিন সরবরাহ নিয়ে মঙ্গলবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার দুপুরে এই বৈঠক ডাকায় মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব ঘোষিত বাঁকুড়া সফরে কিছু রদবদল করেছেন।

আগের পরিকল্পনা অনুযায়ী, মুখ্যমন্ত্রীর সোমবার বাঁকুড়া যাওয়ার কথা ছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে আজ দুপুরেই হেলিকপ্টারে তিনি বাঁকুড়া পৌঁছাবেন। সোমবার বেলা একটায় সেখানে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। তারপরেই সেখানে প্রশাসনিক জনসভায় বক্তব্য রেখেই তার কলকাতায় ফেরার কথা।

এর আগে পরিকল্পনা অনুযায়ী, বুধবার একটি জনসভায় বাঁকুড়া উপস্থিত থাকার কথা ছিল তৃণমূল নেত্রীর। কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে তড়িঘড়ি এই বৈঠকের সূচিতে এবার সেই জনসভা আদপে হয় কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে।

Share.
Leave A Reply

Exit mobile version