এক নজরে

ক্ষুব্ধ মমতার দীর্ঘ চিঠি রাজ্যপালকে

By admin

September 27, 2020

কলকাতা ব্যুরো: তাঁর ভূমিকা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনকরকে। নয় পাতার চিঠিতে মমতা প্রশ্ন তোলেন, রাজ্য সরকারের প্রতিদিনের কাজে হস্তক্ষেপ করা হচ্ছে কেন ?

আইন শৃঙ্খলা প্রশ্নে ডিজিকে ডেকে পাঠান রাজ্যপাল ধনকর। তা নিয়েই বিরক্ত মমতা। রাজ্যপালকে লেখা চিঠিতে তিনি সংবিধানের ১৬৩ এবং ১৬৭ নম্বর ধারার উল্লেখ করেন। পেশায় আইনজীবী ধনকরকে লেখা চিঠিতে বাংলার মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, রাজ্যপাল এবং রাজ্য সরকারের অধিকার প্রসঙ্গে মামলার প্রসঙ্গও।

ধনকর এরাজ্যের রাজ্যপাল হয়ে আসার পর থেকেই জারি রয়েছে তাঁর এবং রাজ্য সরকারের মধ্যে তরজা। কখনো মৌখিক, কখনো টুইটে আবার কখনো বা চলেছে পত্র যুদ্ধ।

টুইটেই এর জবাব দিয়েছেন রাজ্যপাল। তিনি বলেন, লোক পরিসরে এটা আমার গোচরে এসেছে মিডিয়ার মাধ্যমে।