২১ এর ধর্মযুদ্ধ

একা ধর্নায় ছবি আঁকছেন মমতা

By admin

April 13, 2021

কলকাতা ব্যুরো: নির্বাচন কমিশনের তার প্রচারে ফতোয়ার প্রতিবাদে গান্ধী মূর্তির পাদদেশে স্ব পার্ষদ ধর্নায় বসার সুযোগ দিল না কমিশনের পুলিশ। যদিও নাছোড় তিনিও। আইনের ফাঁক রেখে কোন মঞ্চ বেঁধে নয়, একা একাই চেয়ার- টেবিল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বসে পড়েছেন সেখানেই। ধর্নায় কাছে ঘেষতে দেওয়া হয়নি দলের নেতা পরিষদের। একা একাই বসে তিনি ছবি আঁকছেন।

পুলিশ যতটুকু রয়েছে, তার থেকেও বেশি রয়েছে সংবাদমাধ্যম। কিন্তু সেই অর্থে নেত্রীর ধরনায় কাছাকাছি দেখা যায়নি তৃণমূলের বিশাল ভিড়। বেলা বারোটা থেকে তিনি বসে পড়েছেন গান্ধী মূর্তি পাদদেশে। তার কাছে ভিড়তে দেওয়া হচ্ছেনা কোন সংবাদমাধ্যমকে। পুলিশও একটা নির্দিষ্ট দূরত্ব থেকে তাকে নিরাপত্তা দিচ্ছে। রাত আটটার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের দমদম এবং বিধাননগরে দুটি জনসভা করার কথা। কারণ নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, ৭২ ঘন্টা আগে প্রচার শেষের ক্ষেত্রে আজ রাত দশটায় সেই সময় শেষ। ১৭ এপ্রিল ভোট হবে রাজ্যের ৪৫ টি বিধানসভা এলাকায়।