কলকাতা ব্যুরো: আজ থেকে পুজো উদ্বোধন শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ চেতলা অগ্রনীর পুজো উদ্বোধন করবেন তিনি। তার আগে নজরুল মঞ্চে এক অনুষ্ঠানের দলীয় মুখপাত্র ‘জাগো বাংলা’ -র শারদীয়া সংখ্যা প্রকাশ করবেন তৃনমূল নেত্রী।
এ বছর তৃতীয়া থেকে অবশ্য সাধারণ দর্শনার্থীদের পুজো মণ্ডপগুলিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। দিন কয়েক আগে একথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী নিজেই। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, তৃতীযা থেকেই রাস্তায় নামবে পুলিশও। ভিড় নিয়ন্ত্রণে পুজো কমিতিগুলিকে বলা হয়েছে বেশি পরিমাণে স্বেচ্ছাসেবকের ব্যবস্থা করতে।