কলকাতা ব্যুরো: রথযাত্রার দিনে রাষ্ট্রপতি ভোট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপি আগে জানায়নি, তাঁরা এক আদিবাসী মহিলাকে প্রার্থী করছে। তাহলে অন্যভাবে ভাবতাম। একথাও বলেন যে, দ্রৌপদী মুর্মুর জয়ের সম্ভাবনা বেশি। শুক্রবার দুপুরে রথযাত্রা উপলক্ষে কলকাতায় ইসকনের মন্দিরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নুসরত জাহান-সহ অন্যান্যরা ছিলেন তাঁর সঙ্গে। সেখান থেকেই রাষ্ট্রপতি ভোট নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, বিজেপি যে আদিবাসী মহিলাকে প্রার্থী করবে সেটা আমরা আগে জানতাম না। আমি আদিবাসী, দলিত সবাইকে সমর্থন করি। আমার অন্যরকম সেন্টিমেন্ট কাজ করে। NDA-যে দ্রৌপদী মুর্মুকে প্রার্থী করবে সেটা আগে জানলে অন্যভাবে ভাবতাম।
মমতা আরও বলেন, আমি চাই রাষ্ট্রপতি নির্বাচন শান্তিপূর্ণভাবে হোক। ১৬-১৭টি অবিজেপি দল সর্বসম্মতভাবে রাষ্ট্রপতি পদের জন্য প্রার্থী দিয়েছে। এর আগে এপিজে আবদুল কালামকে আমরা সমর্থন জানিয়েছিলাম। প্রার্থী নিয়ে এবার বিজেপি আগে থেকে কোনও আলোচনা করেনি। আগে জানানো হলে সর্বসম্মতভাবে প্রার্থী দেওয়া যেত। মহারাষ্ট্রের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির পর বিজেপির শক্তি বেড়েছে। সেই নিরিখে দ্রৌপদী মুর্মুর জয়ের সম্ভাবনাও বেশি।
একই সঙ্গে মমতা জানিয়েছেন, বিরোধীরা যা সিদ্ধান্ত নেবেন, আমি তার সঙ্গেই আছি। আমি একা কোনও সিদ্ধান্ত নিতে পারি না। মমতার এই মন্তব্যের পর কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস-বিজেপি। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, আগেও এ ভাবে পাল্টি খেয়েছেন মমতা। এটাই মমতার নীতি। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কটাক্ষ, হেরে যাবেন বুঝেই সরে এলেন মমতা।
শুক্রবার দুপুরে রথের রশিতে টান দিয়ে কলকাতায় ইসকনের রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে মঙ্গলারতি করে জানান, ইসকনের রথযাত্রায় বহু ভক্তের সমাগম হয়েছে। পুরির জগন্নাথ যাত্রার কথা সবাই জানি। কিন্তু বাংলাতেও অনেক মহাসমারোহে রথযাত্রা পালিত হয়। নবদ্বীপ ধামে ইসকন শহর তৈরি হচ্ছে। জগন্নাথ প্রভুর কাছে সকলের মঙ্গল কামনা করি, জগন্নাথ দেব সকলের মঙ্গল করুন। বিশ্বের মঙ্গল হোক। রাজ্যের মঙ্গল হোক। সকল পরিবারের মঙ্গল হোক।
এদিন সারা দেশ জুড়ে পালিত হচ্ছে শুভ রথযাত্রা। সেই উপলক্ষে আজ কলকাতার মিন্টো পার্কের ইসকন মন্দিরের রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হাতেই প্রথম এই বছরে ইসকন মন্দিরের রথের রশিতে পড়ল টান। সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে মূল রথে আরতি করে সেই রথের রশিতে টান দিলেন তিনি। পাশাপাশি ভোগ নিবেদন করেন তিনি।