এক নজরে

থামাতেই হবে ‘রাজনৈতিক মহামারী’ : মমতা

By admin

August 28, 2020

কলকাতা ব্যুরো: বিজেপিকে ঠেকিয়েই বন্ধ করতে হবে রাজনৈতিক মহামারী। শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ভার্চুয়াল প্লাটফর্ম থেকে তাঁর বক্তৃতায় এই আবেদনই জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই লক্ষ্যে রাজ্যের ছাত্র-যুবদেরও শক্তিশালী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

এদিন মমতা বলেন,২০২১-এ এরাজ্যে বিধানসভা নির্বাচনের পরই বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে। তিনি বলেন, আমি বিশ্বাস করি সারা দেশে বিজেপির অত্যাচার, অনাচারের বিরুদ্ধে সারা দেশে আলোর দিশা দেখাবে বাংলাই।

এদিন ছাত্রদের উদ্দেশ্য করে তৃণমূল নেত্রী বলেন, করোনা নিয়ে ভয় পাবার কারণ নেই। তা মোকাবিলায় আমরা প্রস্তুত। আমরা সবাই মিলেই তাকে ঠেকিয়ে দিতে পারবো। কিন্তু আমি ছাত্র-যুবদের বলবো, বিজেপির মহামারীকেও ঠেকাতেই হবে। আমি আমার জীবনের বিনিময়ে তা করতেও প্রস্তুত। পারলে ওরা আমাদের সবাইকেই জেলে ঢোকাক। তাও রাজনৈতিক মহামারী আমাদের ঠেকাতেই হবে। এর জন্য জোরালো ছাত্র, যুব আন্দোলন গড়ে তুলতেও আবেদন তৃণমূল নেত্রী।