এক নজরে

পশ্চিমবঙ্গে “ম্যান মেড” বন্যা হয়েছে, আর তার জন্য দায়ী ডিভিসি

By admin

August 04, 2021

কলকাতা ব্যুরো: মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নমো জানান, বাংলার বন্যা পরিস্থিতির উপর নজর রয়েছে কেন্দ্রের। পাশাপাশি রাজ্যকে সাহায্যের আশ্বাসও দেন প্রধানমন্ত্রী। তবে ফোনে ডিভিসির জল ছাড়া নিয়ে মোদীর কাছে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, পশ্চিমবঙ্গে ম্যান মেড বন্যা হয়েছে, আর তার জন্য ডিভিসি দায়ী।

মমতার আরও অভিযোগ, ডিভিসির তরফে নদীগর্ভ পরিস্কার করা হচ্ছে না, তার উপরে বেশি জল ছাড়া হচ্ছে। এদিন উদয়নারায়ণপুর ও আমতার প্লাবন পরিস্থিতি খতিয়ে দেখতে যাওয়ার সময়েই তাঁর কাছে ফোন আসে প্রধানমন্ত্রীর। সূত্রের খবর ফোনে মোদী রাজ্যের বৃষ্টির বিষয়ে কথা বলতেই পাল্টা অভিযোগ করেন মমতা। তিনি বলেন বৃষ্টির কারণে নয়, কেন্দ্রীয় সরকারের ডিভিসি থেকে ছাড়ার কারণে বন্যা হয়েছে। মমতার দাবি, ডিভিসির ৫৪ হাজার কিউসেক জল ছাড়ার কথা ছিল, কিন্তু তারা ২ লক্ষ কিউসেক জল ছেড়েছে।

প্রবল বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা। বৃষ্টি থামলেও বহু জায়গায় এখনও নামেনি জল। যার জেরে বেকায়দায় পড়েছেন সেখানকার মানুষ। বুধবার দুপুর থেকে আবারও শুরু হয়েছে বৃষ্টি। যার ফলে এখন শুধু একরাশ হতাশা আর আশায় বুক বেধে অপেক্ষা করাই বানভাসি মানুষের একমাত্র সম্বল। এদিকে বন্যা দুর্গত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবারই হেলিকপ্টারে করে এলাকা পরিদর্শনের কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে খারাপ আবহাওয়া এবং মাঝেমাঝে বৃষ্টিপাতের জেরে সেই পরিদর্শন বাতিল হয়েছে।

বুধবার বেলা ১২টা নাগাদ বাড়ি থেকে বের হন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সকাল থেকে প্রবল বৃষ্টিতে আবহাওয়া খারাপ থাকায় মুখ্যমন্ত্রীর খানাকুলের হেলিকপ্টার সফর বাতিল করতে হয়। তারপরেই তিনি সড়কপথে হাওড়ার আমতা ও উদয়নারায়নপুর যাওয়ার সিদ্ধান্ত নেন। পরে সড়কপথে উদয়নারায়ণপুর পৌঁছে ত্রাণ শিবিরে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। পরিস্থিতি আয়ত্তে আনতে কথা বলেন প্রশাসনিক কর্তাদের সঙ্গেও।

তবে এই প্রথম নয়, এর আগেও রাজ্যের বন্যা পরিস্থিতির জন্য ডিভিসি, মাইথন ও পাঞ্চেত ড্যামের জল ছাড়াকেই দায়ী করেছেন মুখ্যমন্ত্রী। এই বিষয় ব্যবস্থা নেওয়ার জন্যও কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন। জানা যাচ্ছে এই বিষয়ে আজই প্রধানমন্ত্রীকে চিঠিও লিখতে চলেছেন মুখ্যমন্ত্রী।