কলকাতা ব্যুরো: রামপুরহাটের ঘটনায় তোলপাড় গোটা বাংলা। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অনুষ্ঠান মঞ্চ থেকে রামপুরহাটের ঘটনার জন্য দুঃখপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ জানালেন, সরকারকে বদনাম করতে এই ধরনের কাজ করা হচ্ছে। জানালেন, বৃহস্পতিবার রামপুরহাট যাবেন তিনি। যদিও এদিন এজলাসে প্রধান বিচারপতি বলেন, তদন্ত চলছে, সেখানে তথ্য প্রমাণ নষ্ট হতে পারে তাই এখনই তদন্ত কারি ছাড়া কারো সেখানে যাওয়া উচিত নয়।

বুধবার দুপুরে সরকারের তরফে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। সেখানে রামপুরহাট প্রসঙ্গে মুখ খোলেন মমতা। তোপ দাগলেন সংবাদ মাধ্যম ও বিরোধীদের। তাঁর কথায়, কন্যাশ্রী, রূপশ্রীর সুবিধা পাচ্ছে মানুষ। সেটা কেউ দেখায় না। কিন্তু কোথাও একটা ঘটনা ঘটল, সারাদিন সবাই মৃতদেহ দেখাচ্ছে। সরকার আমাদের, আমরা কখনওই চাইব না যে খুন হোক।

এরপর মমতা বলেন, রামপুরহাটে যা ঘটেছে তা দুর্ভাগ্যজনক। কিন্তু সরকারকে বদনাম করতে একদল মানুষ চক্রান্ত করে চলেছে। যারা এই কাণ্ড ঘটিয়েছে তারা ছাড় পাবে না। মঙ্গলবার এই ঘটনা ঘটার পর আমি কম করে ৫০ বার ফোন করেছি। সঙ্গে সঙ্গে ওসিকে সরিয়ে দিয়েছি। এসডিপিও-কেও সরানো হয়েছে। সিট গঠন করেছি। ডিজি নিজে আছেন। ফিরহাদ হাকিম রয়েছে। আগামিকাল নিজে যাব রামপুরহাটে।

এরপরই বিজেপিকে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, আজ একদল রামপুরহাটে যাচ্ছে ল্যাংচা খেতে খেতে। তাই আজ আমি যাব না কারণ পায়ে পা লাগিয়ে ঝামেলা করব না আমি। তাই ঠিক করেছি কাল যাব। এদিন মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, ঘটনার পর্যাপ্ত তদন্ত হবে। অভিযুক্তরা শাস্তি পাবেনই।

Share.
Leave A Reply

Exit mobile version