কলকাতা ব্যুরো: আগামী সপ্তাহ থেকেই শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। আর তার আগে দলের সব সাংসদদের সঙ্গে বৈঠকে বসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদের উভয় কক্ষ – লোকসভা এবং রাজ্যসভার সব সাংসদরা উপস্থিত থাকবেন এই বৈঠকে। বৃহস্পতিবার বিকেল ৪টের সময় বৈঠকে বসবেন মমতা। কালীঘাট থেকে ভার্চুয়াল বৈঠকে দলের সংসদীয় রাজনীতির রুট ম্যাপ তৈরি করে দেবেন তৃণমূল নেত্রী।
সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাজটে অধিবেশন। ১ ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার ২০২২-২৩ আর্থিক বছরের জন্য বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তার আগে মমতার দলীয় সাংসদদের সঙ্গে এই বৈঠক যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
তবে এখনও পর্যন্ত দলীয় সূত্রে যা খবর, বাজেট অধিবেশনে তৃণমূলের সাংসদদের ভূমিকা কী হবে, নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে সংসদে কোন কোন ইস্যুতে সুর চড়াবেন তৃণমূল সাংসদরা সেই সব ইস্যুগুলি নিয়েই আলোচনা হতে পারে বৃহস্পতিবারের বৈঠকে।
পাশাপাশি, কয়েকদিন পরেই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে। তার মধ্যে গোয়ায় সরাসরি ভোট ময়দানে নেমেছে তৃণমূল শিবির। উত্তর প্রদেশেও অখিলেশের দলকে সবরকমভাবে পাশে থাকার বার্তা দিয়েছে তৃণমূল। এই পরিস্থিতিতে গোয়া বা উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচন প্রসঙ্গে দলীয় সাংসদদের অবস্থান কী হতে চলেছে সেই সব প্রসঙ্গও উঠে আসতে পারে কালীঘাটের ভার্চুয়াল বৈঠকে।
ইতিমধ্যেই গোয়ায় প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস শিবির। এবার সেই অভিযোগ নিয়ে বৃহস্পতিবার জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে মমতার দল। আগামীকালই কমিশনে যাচ্ছেন তৃণমূল সাংসদদের একটি প্ৰতিনিধি দল। প্রতিনিধি দলে থাকছেন চার সাংসদ – সৌগত রায়, শান্তনু সেন, আবির বিশ্বাস এবং অপরূপা পোদ্দার।
উল্লেখ্য, দিন কয়েক আগেই পানাজিতে তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছিল। কার্যত তাণ্ডব চলেছিল পার্টি অফিসের ভিতরে। দলের পোস্টার, ব্যানার ছিড়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন লিখিত অভিযোগ জানিয়েছিলেন নির্বাচন কমিশনে। এই পরিস্থিতিতে কমিশন যাতে দ্রুত ব্যবস্থা নেয়, তার জন্য বৃহস্পতিবার সৌগত রায়ের নেতৃত্বে তৃণমূল সাংসদদের চার সদস্যদের প্রতিনিধি দল কমিশনের দফতরে গিয়ে অভিযোগ জানিয়ে আসবেন।