এক নজরে

Mamata Banerjee: আরও একবার মা-মাটি-মানুষের অভূতপূর্ব জয়

By admin

February 14, 2022

কলকাতা ব্যুরো: ফের বিপুল ভোটে পুর নির্বাচনে জয় পেল তৃণমূল কংগ্রেস। চার পুরসভাতেই বোর্ড গঠনের পথে ঘাসফুল শিবির। একে একে জয়ী প্রার্থীদের নাম ঘোষণা হতেই টুইট করলেন উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী। সোমবার টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় ‘মা-মাটি-মানুষ’-কে ধন্যবাদ জানান। তিনি লেখেন, আরও একবার মা-মাটি-মানুষের অভূতপূর্ব জয়। আসানসোল, বিধাননগর, শিলিগুড়ি ও চন্দননগরের মানুষকে শুভেচ্ছা। পুরসভা ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের উপর আস্থা রাখার জন্য আপনাদের ধন্যবাদ। একইসঙ্গে তাঁর সংযোজন, উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আমরা আরও উদ্দমের সঙ্গে কাজ করব। মা-মাটি-মানুষকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

সংবাদমাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কোনওরকম গণ্ডোগোল হয়নি। মানুষ শান্তিপূর্ণ ভোট দিয়েছে। যে কোনও জয় আমাদের আরও বেশ মানবিক করে তুলুক। আারও কোভিড সচেতনতা আনুক। মানুষের বিপদে পাশে দাঁড়াতে সাহায্য করবে মানুষের ভোট।
মুখ্যমন্ত্রী আরও বলেন, মানুষ রায় দিয়েছে। গত নির্বাচনে উত্তরবঙ্গে বিজেপি জিতেছে। কিন্তু, মানুষের জন্য কিচ্ছু করেনি। চা-বাগান খুলে দেবে বলেছিল, করেনি। উত্তরবঙ্গের যাবতীয় কাজ আমরা করেছি। শিলিগুড়ি যাবতীয় উন্নয়নের কাজ আমাদের আমলে হয়েছে।
একইসঙ্গে বিরোধীদের উদ্দেশ্যে মমতা বলেন, সিপিএম-বিজেপি-কংগ্রেসের মধ্যে একটা ভোটের আন্ডারস্ট্যান্ডিং হয়। বিজেপি কাজ করেনি। প্ররোচনা দিয়েছে। বাম আমলে তো কিচ্ছু কাজ হয়নি। কর্মসংস্থান হয়নি। সব করেছে তৃণমূল কংগ্রেস।

উল্লেখ্য, এদিনই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, আজ জয়ের খবর নিয়ে যাচ্ছি। বাম দুর্গ পতনের ‘নায়ক’ গৌতম দেবকেই শিলিগুড়ির পরবর্তী মেয়র হিসেবে বেছে নিয়েছেন মমতা। তিনি বলেন, গৌতম দেব অনেক সিনিয়র নেতা। তাই শিলিগুড়িতে তাঁকেই মেয়রের দায়িত্ব দেওয়া হবে।

এদিকে বিধাননগরে জয়ী হলেন তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন সব্যসাচী। তাঁর পদত্যাগের পর বিধাননগরের মেয়র পদের দায়িত্ব দেওয়া হয়েছিল তৎকালীন ডেপুটি মেয়র কৃষ্ণা চক্রবর্তীকে। কে হবে বিধাননগরের মেয়র? এই প্রশ্নের জবাবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমকে বলেন, দল পর্যবেক্ষণ করছে। দল দেখবে। আমরা সকলের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব। বিধাননগর পুরসভার মেয়র কে হবে এই প্রসঙ্গে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি, তা স্পষ্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।