কলকাতা ব্যুরো : বনগাঁ লোকসভা কেন্দ্র এবারে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তৃণমূলের কাছে। তৃণমূলের ছিল এই লোকসভা কেন্দ্র। ছিনিয়ে নিয়েছে বিজেপি। সুতরাং রাজনৈতিক হিসেব করে মমতা বন্দোপাধ্যায় আজ মতুয়াদের নিজের দিকে চাইলেন। গোপালনগরের এক সভায় আজ মুখ্যমন্ত্রী জানান মতুয়ারা সকলেই এ দেশের নাগরিক। কারো প্রমানপত্রের প্রয়োজন নেই। তিনি আরো বলেন জন্মগতভাবে বাড়িতে একজন থাকলেই জাতিগত শংসাপত্র সেটাই।

আজ বিজেপির বিরুদ্ধে গোপালনগর থেকে সর্বাত্মক লড়াই এবং আন্দোলনের ডাক দেন মুখ্যমন্ত্রী। এদিনের সভায় থেকে মতুয়াদের জন্য রাজ্য সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও স্মরণ করিয়ে দেন তিনি। তিনি জানান বড়মার চিকিৎসা তিনি নিজে করিয়েছেন। এছাড়াও তিনি বলেন বাউরি সম্প্রদায়ের জন্য যথেষ্ট করেছেন তিনি। মাতুয়া উন্নয়নে বোর্ড তৈরি করা হয়েছে। সেখানে ১০ কোটি টাকাও দেয়া হয়েছে। হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে এবারে ছুটি ঘোষণা করা হবে। হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হয়ে গেছে , জানান মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের পাঠ্যপুস্তকে হরিচাঁদ ঠাকুরের জীবনী অন্তর্ভুক্ত করা হয়েছে।

সিএ এ নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ করেন মমতা। কেন্দ্র প্রতারণার চেষ্টা করছেন। মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দেন এনআরসি এনবিআর রাজ্যে হবে না। তিনি বলেন, এই রাজ্যকে বিজেপি গুজরাট বানাতে চাইছে। বিজেপির পাশাপাশি সিপিএমের হার্মাদ বাহিনীর সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান বিজেপি বাইরে থেকে আরএসএসের গুন্ডা নিয়ে আসছে।

কৃষক আন্দোলন নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান কৃষকদের জমি কেড়ে নেওয়া হচ্ছে। গায়ের জোরে কৃষক বিরোধী আইন তৈরি করা হয়েছে। কৃষক রা যা তৈরি করে কর্পোরেট এবার থেকে তা নিয়ে নেবে। এরকম ভাবেই কেন্দ্রের কৃষি বিল এর তুলোধনা করেন মুখ্যমন্ত্রী।

এছাড়াও তিনি বলেন আলু, পেঁয়াজ, ডাল কিছুই আর অত্যাবশ্যকীয় পণ্য নয়। মানুষ আগে আলু সেদ্ধ ভাত খেয়ে থাকত। কিন্তু তিনি জানান শীত পেরোলেই আলুর কেজি ৫০ টাকা, পেঁয়াজের ১৮০ টাকা হবে। রাজ্যের স্বাস্থ্য সাথী প্রকল্প, দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তিনি জানান উচ্চ মাধ্যমিক, হাই মাদ্রাসা পড়ুয়াদের ট্যাব দেয়া হবে রাজ্য সরকারের পক্ষ থেকে। চাকরিপ্রার্থীদের জন্য মুখ্যমন্ত্রীর পরিষ্কার বক্তব্য, “কাউকে এক পয়সাও দেবেন না যদি কেউ চায় তাহলে তার নামে এফআইআর করবেন।”

Share.
Leave A Reply

Exit mobile version