কলকাতা ব্যুরো: বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিধানসভায় তাঁর শপথ গ্রহণের অনুষ্ঠান হয়। তাঁকে শপথগ্রহণ করালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এতদিন বিধায়কদের শপথ গ্রহণ করাতেন বিধানসভার অধ্যক্ষ। কিন্তু এবার সেই রীতি ভাঙা হলো। নিয়ম অনুসারে বিধায়কদের শপথ গ্রহণ করানোর অনুমতি অধ্যক্ষকে দেন রাজ্যপাল। এই ক্ষেত্রে রাজ্যপাল জগদীপ ধনকড় অধ্যক্ষকে সেই অনুমতি দেননি। তাই তিনিই শপথ গ্রহণ করালেন মমতাকে। একই সঙ্গে এদিন রাজ্যপাল বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করান জঙ্গিপুরের জাকির হোসেন ও সামশেরগঞ্জের আমিনুল ইসলামকে।
প্রসঙ্গত, গত মে মাসে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেও বিধায়ক হিসেবে শপথ নিতে পারেননি কারণ, তিনি ভোটে জিততে পারেননি। তাই মুখ্যমন্ত্রী পদে থাকার জন্য তাঁকে ছ’মাসের মধ্যে বিধায়ক নির্বাচিত হতেই হতো। আর সেই সময়সীমা শেষ হচ্ছিল আগামী ৫ নভেম্বর। তার আগেই ভবানীপুর থেকে উপনির্বাচনে জিতে বিধায়ক হলেন মমতা। ফলে মুখ্যমন্ত্রীত্বে বহাল থাকার জন্য তাঁর আর কোনও বাধা রইল না।
অন্যদিকে প্রার্থীদের মৃত্যুর কারণে জঙ্গিপুর ও সামশেরগঞ্জে ভোট হয়নি। সেই ভোট গত ৩০ সেপ্টেম্বর ভবানীপুরের উপনির্বাচনের সঙ্গেই হয়েছে। সেখানেও জিতেছেন দুই তৃণমূল প্রার্থী জাকির হোসেন ও আমিনুল ইসলাম ৷