এক নজরে

Lakhimpur: লখিমপুরের ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য মমতার

By admin

October 04, 2021

কলকাতা ব্যুরো: লখিমপুরের ঘটনা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ভবানীপুরে একটি জনসংযোগ কর্মসূচীর মাঝে তিনি এই কথা বলেন৷

প্রসঙ্গত, কেন্দ্রের নয়া তিন কৃষি আইনের প্রতিবাদে রবিবার উত্তাল হয়ে ওঠে উত্তরপ্রদেশের লখিমপুর। উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্যর কর্মসূচির প্রতিবাদে সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন কৃষকরা ৷ অভিযোগ, সেসময় আন্দোলনরত কৃষকদের উপর গাড়ি চালিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রর ছেলে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। পরে হাসপাতালে মৃত্যু হয় আরও কয়েকজনের।

এই ঘটনা নিয়ে উত্তাল গোটা দেশ। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেখানে যাওয়ার চেষ্টা করেছেন কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি অনেক রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে ৷ এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে তৃণমূলের তরফে পাঁচ সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, দোলা সেন, আবীর বিশ্বাস, সুস্মিতা দেব, প্রতিমা মণ্ডলকে পাঠানো হয় ৷ কিন্তু তাঁদের ঢুকতে দেওয়া হয়নি। জারি রয়েছে ১৪৪ ধারা।

এরপরই তিনি আক্রমণ করেন উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকারকে ৷ তিনি বলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা৷ আমার প্রতিবাদ জানানোর ভাষা নেই ৷ ওরা (বিজেপি সরকার) গণতন্ত্রে বিশ্বাস করে না৷ ওরা শুধু স্বৈরতন্ত্র চায়৷ এটাই কি ‘রাম রাজ্য’?’’ এই প্রশ্ন তোলার পর তিনি উত্তরপ্রদেশকে খুনের রাজ্য বলেও দাবি করেন ৷ তিনি বলেন, ‘‘না, এটা হল খুনের রাজ্য ৷’’ একই সঙ্গে দেশে অন্য রাজ্যে থাকা বিজেপি সরকারের সমালোচনা করেছেন মমতা৷ সর্বত্রই ১৪৪ ধারা জারি করে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে বলেও তিনি দাবি করেন ৷