%%sitename%%

এক নজরে

Mamata Banerjee: বিজেপি তাঁকে হিংসা করে, হিংসা থেকেই রোমে যেতে বাধা

By admin

September 26, 2021

কলকাতা ব্যুরো: বিজেপি তাঁকে হিংসা করে। আর সেই হিংসা থেকেই রোমে যেতে দিল না কেন্দ্র। শনিবার ভবানীপুরে ভোটপ্রচারে গিয়ে এই ভাষাতেই কেন্দ্রকে আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মমতার রোম যাত্রার অনুমতি দেয়নি কেন্দ্র ৷ শনিবার নবান্নে এই সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে বিদেশমন্ত্রকের তরফে ৷ এরপরই প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে মমতা বলেন, উনি কোভ্যাক্সিন নিয়ে আমেরিকা গেলেন ৷ আর আমায় রোমে যেতে দিলেন না ৷

প্রসঙ্গত, অক্টোবরের ৬ এবং ৭ তারিখে রোমে বিশ্ব শান্তি সম্মেলন হওয়ার কথা ছিল। ইতালির একটি বেসরকারি সংগঠন ওই কর্মসূচির উদ্যোক্তা। তারা জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, পোপ এবং ইতালির শীর্ষ রাজনৈতিক নেতৃত্বকে আমন্ত্রণ জানিয়েছে। তাঁদের সঙ্গেই আমন্ত্রণ জানানো হয়েছিল বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। সেই বিষয়ে এদিন মমতা বলেন, বিশ্ব শান্তির জন্য রোমে মিটিং ছিল ৷ সেখানে জার্মানির চ্যান্সেলার যাবেন ৷ পোপ থাকবেন ৷ আমাকেও আমন্ত্রণ করা হয়েছিল ৷ ইতালি সরকার বিশেষ অনুমতি দিয়েছিল কিন্তু, তারপরেও আমাকে যেতে দেওয়া হল না ৷ চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হলো, কোনও মুখ্যমন্ত্রী যেতে পারেন না ৷

মমতার কথায়, বিজেপি তাঁকে হিংসা করে ৷ তাই যেখানেই তিনি যান, সেখানেই তাঁকে আটকে দেওয়া হয়। অথচ বিজেপির নেতারা যেখানে খুশি যেতে পারে ৷ এদিক-ওদিক ঘুরে বেড়ালে তাদের সাত খুন মাফ ৷ চক্রান্ত করেই তাঁর যাওয়া আটকে দিল কেন্দ্র ৷

পাশাপাশি কোভ্যাক্সিন ও মোদীর আমেরিকার সফরকে আরও একবার নিশানা করে মমতা বলেন, কোভ্যাক্সিনকে এখনও স্বীকৃতি দেওয়া হয়নি ৷ তাহলে কীভাবে প্রধানমন্ত্রী কোভ্যাক্সিন নিয়ে আমেরিকা চলে গেলেন? আমার বেলায় যত বাধা ! দেশের প্রতিনিধিত্ব করতেই যাচ্ছিলাম, তাও আমাকে আটকে দিল ৷

অন্যদিকে এদিন মমতার প্রচারে আরও উঠে আসে অসম, ত্রিপুরা ও উত্তরপ্রদেশ প্রসঙ্গ ৷ মমতা বলেন, সেখানে যেভাবে অশান্তি হচ্ছে, অথচ জাতীয় মানবাধিকার কমিশনের দেখা নেই ৷ আর বাংলায় কিছু না হলেও মানবাধিকার কমিশন এখানে চলে আসে ৷

এছাড়াও এদিন এনআরসি নিয়ে আরও একবার কেন্দ্রকে একহাত নেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ স্পষ্ট করে ফের জানিয়ে দেন, বাংলায় এনআরসি করতে দেব না ৷ অসমে এনআরসি হয়েছে কিন্তু বাংলায় তা হবে না ৷ বাংলার মানুষ সুরক্ষিত ৷