এক নজরে

Mamata Banerjee: RT-PCR ছাড়া গঙ্গাসাগর যাত্রা নয়

By admin

January 12, 2022

কলকাতা ব্যুরো: কোভিড পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলা নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী। বুধবার বাবুঘাট পরিদর্শনে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, ‘আদালতের নির্দেশ মেনে চলতে হবে। RT-PCR টেস্ট ছাড়া গঙ্গাসাগর মেলায় যাওয়া যাবে না।’ একইসঙ্গে করোনা পরিস্থিতি বিচার করে তাঁর পরামর্শ, ‘একসঙ্গে বেশি মানুষ যেন সাগরমেলায় না যান।’

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘করোনা মোকাবিলায় জীবন দিয়ে কাজ করছেন স্বাস্থ্যকর্মীরা। জীবনের ঝুঁকি নিয়ে সকলে চিকিৎসক-প্রশাসনের কর্মীরা কাজ করছেন। সাধু-সন্তদের বলব আপনারাও সহযোগিতা করুন। হই হুল্লোড় করবেন না। প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন। তীর্থযাত্রীদের স্বাগত জানাচ্ছি। কোভিড-ওমিক্রন আমাদের হাতে নেই। তাই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। আপনিও সুস্থ থাকুন, আর পাঁচজনকেও সুস্থ রাখুন।’

কোভিডের তৃতীয় ঢেউয়ের মধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশিকা মেনেই শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা। রাজ্য সরকার এই কোভিড সংক্রমণে লাগাম দেওয়ার সবরকম প্রস্তুতি নিলেও, তা কতটা কার্যকর হবে তা নিয়েই প্রশ্ন উঠেছে কারণ, মেলা উদ্বোধনের আগেই সাগরে পুণ্যার্থীদের ভিড় বাড়তে শুরু করেছে। ভিড়ে লাগাম দিতে অবশ্য সচেষ্ট রাজ্য। স্বরাষ্ট্রসচিব ভগবতীপ্রসাদ গোপালিকা চিঠি দিয়ে জেলাশাসক পি উলগানাথনকে জানিয়ে দিয়েছেন, কোভিড মোকাবিলায় রাজ্য সরকারের জারি করা নিয়ন্ত্রণবিধি ও হাইকোর্টের গাইডলাইন যেন মেনে চলা হয়। কোনও ভাবেই যেন মন্দির চত্বরে ভিড় উপচে না পড়ে। 

মুখ্যমন্ত্রী এদিন বার্তা দেন, মেলায় এবার অধিক আয়োজন করার কোনও প্রয়োজন নেই। এবার যত ছোট করে সম্ভব মেলা করতে হবে। এবার বেশি হই-হুল্লোড় করার মতো পরিস্থিতি নেই বলেও সতর্ক করেন মমতা। মুখ্যমন্ত্রী জানান, মেলায় কাজ করার মতো স্বেচ্ছাসেবী কর্মীরও অভাব রয়েছে। জেলাশাসকও জানিয়েছেন, ‘প্রত্যেক তীর্থযাত্রীকে কোভিডবিধি মেনে মেলা প্রাঙ্গণে প্রবেশ করানো হবে। কড়া নজরদারি চালানো হবে। সংক্রমণমুক্ত মেলা পরিচালনা করাটাই আমাদের একমাত্র লক্ষ্য।’ রীতিমত পরিসংখ্যান দিয়ে রাজ্যের তরফে গঙ্গাসাগর এলাকায় টিকাকরণের হিসাব দেওয়ার পাশাপাশি সাগরদ্বীপে ঢোকার মুখে এবং মেলা চত্বরে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট থেকে আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে রাজ্য।

গঙ্গাসাগর মেলা নিয়ে ইতিমধ্যেই বহু তর্ক-বিতর্ক হয়েছে রাজ্যে। অবশেষে আদালতের নির্দেশে শর্ত মেনে গঙ্গাসাগর মেলার কাজ চলছে। বুধবার মমতা পূণ্যার্থীদের উদ্দেশে বলেন, ডবল মাস্ক পরতে হবে। হাত স্যানিটাইজ করতে হবে। সতর্ক করে তিনি বলেন, ঝগড়া ঝাটি করবেন না। ছোট কোনও ঘটনার জন্য এমন কিছু করবেন না যাতে করোনা পরিস্থিতি হাতের বাইরে চলে যায়।