এক নজরে

Mamata Banerjee in Siliguri: ‘উন্নয়নে’র স্বার্থে একজোট?

By admin

February 15, 2022

কলকাতা ব্যুরো: উন্নয়নের স্বার্থে একযোগে কাজের বার্তা। শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর ডাকা আদিবাসী উন্নয়ন পরিষদের বৈঠকে হাজির থেকে কার্যত রাজনৈতিক কর্তব্যের নজির রাখলো উত্তরবঙ্গের বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার উত্তরকন্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে যোগ দিলেন মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু, মাদারিহাটের বিধায়ক তথা পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা। দুই আদিবাসী নেতার কাছ থেকে মুখ্যমন্ত্রী সেখানকার আদিবাসীদের পরিস্থিতি জানতে চান। তাঁদের জন্য প্রকল্পগুলির অগ্রগতিও সম্পর্কেও বিশদে তথ্য নেন। রাজনৈতিক মহলের একাংশের মত, এই বৈঠকে যোগ দিয়ে বিরোধী নেতৃত্ব বোঝালো, কাজের স্বার্থে রাজনৈতিক দূরত্বও মুছে ফেলা সম্ভব।

সোমবার উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিনই বড় ব্যবধানে শিলিগুড়ি পুরনিগম জয়ের পর তিনি ভাবী মেয়র গৌতম দেবকে নতুন শিলিগুড়ি গঠনের বার্তা দিয়েছেন। এরপর মঙ্গলবার উত্তরকন্যায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আদিবাসী উন্নয়ন পরিষদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। এই পরিষদের সদস্য আদিবাসী জনপ্রতিনিধি – সাংসদ খগেন মুর্মু, বিধায়ক মনোজ টিগ্গাও। তাই তাঁদের পরামর্শ নিতে বৈঠকে তাঁদের যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর সম্মান বজায় রেখে বৈঠকে যোগ দেন দু’জনই। বৈঠকে ছিলেন পরিষদের অন্যান্য সদস্যরাও।

সূত্রের খবর, ঘণ্টাখানেকের বৈঠকে আদিবাসীদের জন্য বিভিন্ন প্রকল্পে কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির জনপ্রতিনিধিদের এই বৈঠকে যোগদানে আশার আলো দেখছে রাজনৈতিক মহল। তাঁদের মত, এভাবেই যদি রাজনৈতিক বিরোধিতা সরিয়ে উন্নয়নের স্বার্থে সকলে হাতে হাত ধরে কাজে এগিয়ে আসেন, তাহলে উন্নয়নের পথই মসৃণ হবে। এতদিন বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাঁরা সরকারের ডাকা কোনও আলোচনায় হাজির হন না। বিশেষত বিধানসভায় বিরোধীদের লাগাতার অনুপস্থিতি সেই সমালোচনা আরও বাড়িয়ে তোলে। কিন্তু এদিন খগেন মুর্মু, দশরথ তিরকেরা অন্য নজির রাখলেন।

এদিন মমতা বলেন, কাউন্সিলরদের যেন বেশী চাহিদা না থাকে। সর্ব স্তরের,সর্ব ধর্মের প্রত্যেকটি মানুষকে নিয়ে চলতে হবে। তাদের জন্য কাজ করতে হবে। কোনও ভাবেই বাড়তি বোঝা চাপানো যাবে না। কলকাতার মতো শিলিগুড়িতেও যে কাজ করা হবে তা নজরে রাখবেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, একটি কমিটি তৈরি করা হবে। আমি সেই কমিটিতে নিজে মনিটরিং করব।

এদিন বৈঠকের আগে শিলিগুড়ির নবনির্বাচিত কাউন্সিলরদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। নতুন শিলিগুড়ি কেমন হবে, সে সম্পর্কে ধারণা দেন। তাঁদের সঙ্গে ফটো সেশনেও যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী।