কলকাতা ব্যুরো: উত্তরাখণ্ডে দুর্যোগে মৃত্যু হওয়া পর্বত অভিযাত্রীদের দেহ ফেরাতে তৎপর হল নবান্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নবান্নের তরফে যোগাযোগ রাখা হচ্ছে উত্তরাখণ্ড সরকারের সঙ্গে। রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ইতিমধ্যেই উত্তরাখণ্ডের মুখ্যসচিবের সঙ্গে কথা বলেছেন। যত শীঘ্র সম্ভব দেহগুলি ফিরিয়ে আনার চেষ্টা করছে রাজ্য সরকার।
শনিবার সকাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, উত্তরাখণ্ডে মৃতের সংখ্যা লাগাতার বেড়েই চলেছে। সবমিলিয়ে ৬৪ জন প্রাণ হারিয়েছেন ইতিমধ্যেই। এখনও নিখোঁজ ১১। এর মধ্যে ১২ জন পর্বত অভিযাত্রীর দেহ উদ্ধার হয়েছে, যার মধ্যে ৬ জন পশ্চিমবঙ্গের বাসিন্দা। সুখেন মাঝি নামের আরও একজনের খোঁজ মিলছে না।
এমন পরিস্থিতিতে লাগাতার উত্তরাখণ্ড সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে রাজ্য সরকার। এক সঙ্গে এতজন পর্বত অভিযাত্রীর মৃত্যুতে এমনিতেই শোকের ছায়া রাজ্যে। মৃতদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশেই মৃতদের দেহ ফিরিয়ে আনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে রাজ্য সরকার। এখনও পর্যন্ত উত্তরাখণ্ডে যতগুলি মৃতদেহ উদ্ধার হয়েছে, তার মধ্যে অনিতা রাওয়াত (৩৮), তনুময় তিওয়ারি (৩০), বিকাশ মাকাল (৩৩), সৌরভ ঘোষ (৩৪), শুভায়ন দাস (২৮), রিচার্ড মণ্ডল (৩১) এবং উপেন্দ্র (২২)-কে শনাক্ত করা গিয়েছে ৷ এর মধ্যে উপেন্দ্র উত্তরকাশির বাসিন্দা ৷ বাকি সকলেই পশ্চিমবঙ্গ থেকে গিয়েছিলেন।
হরিদেবপুরের বাসিন্দা তনুময় গত ১১ অক্টোবর মামা এবং বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে রওনা দেন। ১৭ অক্টোবর থেকে বাড়ির লোকজন তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি ৷ তারপর ২১ অক্টোবর মৃত্যুর খবর এসে পৌঁছায়। পরিবারের লোকজন জানিয়েছেন, বাড়ির একমাত্র ছেলে তনুময়। রাজ্য সরকারের তরফে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এখন ছেলের দেহ ফিরে পাওয়ার অপেক্ষা করছেন তাঁরা।