এক নজরে

Cabinet Ministry: রাজ্য মন্ত্রীসভায় রদবদল, নতুন পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়

By admin

November 09, 2021

কলকাতা ব্যুরো: রদবদল করা হল রাজ্যের মন্ত্রীসভায়। রাজ্যের নতুন পঞ্চায়েতমন্ত্রী হচ্ছেন পুলক রায়। মঙ্গলবার নবান্ন সূত্রে এমনটাই জানা গিয়েছে। সদ্য প্রয়াত (কালীপুজোর দিন) হয়েছেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এবার তাঁর দফতরের দায়িত্ব দেওয়া হচ্ছে পুলক রায়কে। জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের পাশাপাশি তিনি এই দায়িত্বও সামলাবেন।এদিকে অর্থমন্ত্রী হিসেবে ইতিমধ্যেই মেয়াদ শেষ হচ্ছে অমিত মিত্রের। এই দফতরের দায়িত্ব খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই এবার সামলাবেন বলে জানা গিয়েছে। এই দফতরের প্রতিমন্ত্রী করা হচ্ছে চন্দ্রিমা ভট্টাচার্যকে। তবে অর্থমন্ত্রী না-থাকলেও অর্থ দফতরের উপদেষ্টা হিসেবে অমিত্র মিত্রের ভূমিকা আগামীদিনে গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

এছাড়াও পঞ্চায়েত দফতরের প্রতিমন্ত্রী হচ্ছেন বেচারাম মান্না। নতুন ক্রেতা সুরক্ষা দফতরের দায়িত্ব দেওয়া হচ্ছে মানস ভুঁইয়াকে। অন্যদিকে নবীন প্রকাশ ও বীরেন্দ্র তথ্য কমিশনার হলেন। পাশাপাশি শিল্প পুনর্গঠনের দায়িত্ব পাচ্ছেন রাজ্যের আর এক হেভিওয়েট মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজাকে বাড়তি স্বনির্ভর গোষ্ঠীর দায়িত্ব দেওয়া হয়েছে ৷

সম্প্রতি চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ৪-০ ব্যবধানে জিতেছে তৃণমূল কংগ্রেস। এরপর মন্ত্রীসভায় রদবদলের সম্ভাবনা ছিলই। কিন্তু এরই মধ্যে ৪ নভেম্বর, কালীপুজোর রাতে রাজ্যের প্রবীণ মন্ত্রী ও শাসক দলের বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণের পর মন্ত্রীসভায় খুব তাড়াতাড়ি রদবদলের সিদ্ধান্ত হয়। কথামতোই মঙ্গলবার এই রদবদল হয়।