কলকাতা ব্যুরো: মুম্বইয়ে পৌঁছেই সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পুজো দিয়ে বেশ কিছুক্ষন সময় কাটান তিনি। এ দিন সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এত ভাল ভাবে পুজো দেওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য মহারাষ্ট্র সরকারকে ধন্যবাদ। আমার বাড়িতেও আমি গণেশ পুজো করি, আমাদের রাজ্যেও গণেশ পুজো হয়।
মমতা আরও বলেন, আমি ভেবেছিলাম উদ্ধব ঠাকরেকে দেখতে যাবো কিন্তু সংক্রমণের ভয়ে চিকিৎসকরা ওঁর কাছে কাউকে যেতে দিচ্ছেন না। আমি উদ্ধব ঠাকরে এবং সবার জন্য প্রার্থনা করেছি। তবে সিদ্ধিবিনায়ক মন্দির থেকে বেরিয়ে আসার সময় সাংবাদিকদের প্রশ্নেও কোনও রাজনৈতিক মন্তব্য করেননি মমতা। কিন্তু এদিন তাঁর মুখে উঠে আসে ‘জয় মরাঠা, জয় বাংলা’ স্লোগান।
এরপরই মুম্বই পুলিশ অফিসার এবং সেনা সৈনিক তুকারাম ওম্বেলের স্ট্যাচুতে শ্রদ্ধাজ্ঞাপন করেন। তিনি মুম্বই পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। ২০০৮ সালের মুম্বাই হামলার সময়, গিরগাওম চৌপট্টি মুম্বাইয়ে সন্ত্রাসীদের সাথে লড়াই করার সময় তিনি শহীদ হয়েছিলেন এবং মুম্বই হামলার অন্যতম চক্রী আজমল কাসাবকে প্রাণে বাচিয়ে রাখার ক্ষেত্রে তিনি ভূমিকা পালন করেছিলেন। একাকী বেঁচে থাকা সন্ত্রাসী কাসাবকে পরে দোষী সাব্যস্ত করে ফাঁসি দেওয়া হয়েছিল। ভারত সরকার তুকারামকে মরণোত্তরভাবে সম্মানে সম্মানিত করে। শ্রদ্ধা জানানোর পর মমতা বন্দ্যোপাধ্যায় জানান, শ্রদ্ধা জানাতে এসেছিলেন তিনি ৷ দেশের জন্য যাঁরা প্রাণ দিয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি ৷
তবে এদিন মুম্বইয়ে পৌঁছনোর পরই বিরোধী জোট নিয়ে মমতাকে বার বার প্রশ্ন করেন সাংবাদিকরা ৷ যদিও সেই প্রশ্নের জবাব এড়িয়ে যান মুখ্যমন্ত্রী ৷ এর কিছুক্ষণের মধ্যেই হোটেলে চলে যান মমতা ৷ সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ হোটেলেই শিবসেনা নেতা তথা মহারাষ্ট্র সরকারের মন্ত্রী আদিত্য ঠাকরের সঙ্গে বৈঠকে বসেন মমতা। যদিও আদিত্যের সবচেয়ে বড় পরিচয় তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ছেলে ও শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের নাতি ৷ এদিন আদিত্যর সঙ্গে ছিলেন শিবসেনা সাংসদ তথা দলের মুখপাত্র সঞ্জয় রাউত ৷ দুজনের মধ্যে কী কথা হয়েছে, তা অবশ্য তৃণমূলের তরফে এখনও জানানো হয়নি। আদিত্যর কথায়, মমতাজির সঙ্গে আগে থেকেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এদিনও সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল। একাধিক বিষয় নিয়ে কথা হয়েছে। তার মধ্যে রাজনীতিও রয়েছে। এদিন বাংলার মুখ্যমন্ত্রীর হাতে উপহারও তুলে দেন আদিত্য। দুজনের মধ্যে এদিন বেশকিছুক্ষণ কথা হয়। তবে বিরোধী ঐক্য নিয়ে কোনও কথা হয়েছে কিনা তা স্পষ্ট নয়। তবে এই সাক্ষাৎ যে রাজনৈতিক ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না।
এছাড়া বুধবার মুম্বইয়ের তরুণ শিল্পপতিদের আয়োজিত শিল্প সম্মেলনে যোগ দেবেন ৷ তার আগে তিনি দেখা করবেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের সঙ্গে ৷ তাছাড়া বৈঠক করবেন মুম্বইয়ের নাগরিক সমাজের সঙ্গে ৷
রাজ্যে লগ্নি টানতে মঙ্গলবারই মুম্বই পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই সফরে শুধুমাত্র শিল্পপতিদের সঙ্গে বিনিয়োগ সংক্রান্ত বৈঠকই নয়, একাধিক নেতাদের সঙ্গে রাজনৈতিক আলোচনাও হবে। মঙ্গলবার সন্ধ্যায় শিব সেনা নেতা আদিত্য ঠাকরের সঙ্গে বৈঠকের পর বুধবার এনসিপি নেতা শরদ পওয়ারের সঙ্গেও বৈঠক করবেন। মঙ্গলবার রওনা দেওয়ার আগে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে নিজেই সে কথা জানান তৃণমূল কংগ্রেস সুপ্রিমো।
মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী বছর বাংলায় বাণিজ্য সম্মেলন। সেই সম্মেলনে আমন্ত্রণ জানাতে ও রাজ্যের শিল্পের পরিবেশকে শিল্পপতিদের কাছে তুলে ধরতেই তাঁর এই মুম্বই সফর। একাধিক শিল্পপতিদের সঙ্গে বৈঠক করবেন বাংলার মুখ্যমন্ত্রী। আলোচনা করবেন জাভেদ আখতার, সুধীন্দ্র কুলকার্নির মতো একাধিক বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও।
এছাড়াও ছেলে আরিয়ান খানের মাদক মামলা নিয়ে জেরবার বাংলার অ্যাম্বাসাডর শাহরুখ খান। এই সফরে তাঁর সঙ্গে কি দেখা করবেন মুখ্যমন্ত্রী? তা নিয়ে জল্পনা চলছিল। সেই জল্পনার অবসান ঘটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন শাহরুখ। তাই তাঁর সঙ্গে দেখা করার কোনও পরিকল্পনা তিনি করেননি।