কলকাতা ব্যুরো: কলকাতা ব্যুরো: আমলাদের জন্য দরাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নতুন টাউন হলের উদ্বোধনের পর WBCS অফিসারদের জন্য ঘোষণা করলেন বিশেষ ভাতা। প্রশংসা করলেন রাজ্যের তিন জেলাশাসকের। বললেন, আমলারাই সরকারের আসল মুখ।
বৃহস্পতিবার দুপুরে নতুন টাউন হলের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর সেখান থেকেই বিডিও, ডিএমদের প্রশংসা করেন তিনি। বিশেষ করে পুরুলিয়া, বীরভূম ও পূর্ব মেদিনীপুরের ডিএমের নাম উল্লেখ করেন তিনি। মমতা বলেন, কোভিড কাল থেকে WBCS অফিসাররা খুব ভাল কাজ করেছেন। আমলারাই সরকারের আসল মুখ। আমার নজরে রয়েছে কারা কীভাবে কাজ করছেন। আগামীতে জেলা বাড়ানো হবে।
এদিনের বৈঠকে কী কী ঘোষণা করেছেন তিনি তা এক ঝলকে দেখে নেওয়া যাক
১. রাজ্যে জেলার সংখ্যা বাড়বে। বেশি জেলায় কাজের সুবিধা হবে।
২. আমলাদের দ্রুত পদোন্নতি হবে।
৩. আইএএস-ডাব্লুবিসিএস দের অবসরকালীন সুবিধায় ফারাক থাকছে না।
৪. স্পেশাল অ্যালাউন্স পাবেন আমলারা।
৫. সিনিয়র এবং দক্ষ ডাব্লুবিসিএস অফিসারদেরও সেক্রেটারি পদে নিয়োগ করা হবে।
৬. আমলাদের স্থানীয় ভাষা ভাল করে বুঝতে হবে।
৭. স্থানীয়দের বেশি করে চাকরিতে সুযোগ।
৮. ডাব্লুবিসিএস অফিসারদের বছরে একবার হেলথ চেক আপ বাধ্যতামূলক করা হল।
৯. ১০০ দিনের কাজের টাকা মেটায়নি কেন্দ্র।
১০. ডাব্লুবিসিএস এ পদ বাড়ানো হচ্ছে।
জেলা বাড়ানোর কথা জানানোর পাশাপাশি WBCS পদ বাড়ানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এরপরই WBCS অফিসারদের জন্য একগুচ্ছ ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানিয়েছেন, IAS অফিসারদের সঙ্গে WBCS অফিসারদের ভাতায় আর পার্থক্য থাকবে না। WBCS অফিসারদের নূন্যতম বিশেষ ভাতা আগে ছিল ১২০০ টাকা। এবার সেটাই বাড়িয়ে করা হচ্ছে ৩০০০ টাকা। যে অফিসারদের বেতনের উর্ধ্বসীমায় পৌঁছে গিয়েছেন তাঁদের জন্য বিশেষ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁদের বিশেষ ভাতা হিসেবে দেওয়া হবে ১০,০০০ টাকা। এছাড়া প্রতিবছর স্বাস্থ্য পরীক্ষা করা হবে WBCS অফিসারদের।
তবে আমলাদের জন্য একাধিক ঘোষণার মাঝেই কেন্দ্রের বিরুদ্ধেও তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী। বলেন, কেন্দ্র প্রয়োজন মতো IAS দিচ্ছে না। রাজ্যের পাওনা টাকা দিচ্ছে না। একাধিকবার এ বিষয়ে কথা বলেও কোনও লাভ হয়নি। পাওনা টাকা থেকে বঞ্চিত হচ্ছে বাংলা।
প্রসঙ্গত, রাজ্যে আগামী দিনে আরও নতুন নতুন জেলা হবে। এমনকী বর্তমানে জেলা সংখ্যা তা দ্বিগুণও হতে পারে। বৃহস্পতিবার সংস্কার হওয়া টাউন হলে আমলাদের নিয়ে সম্মেলনে এমনই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, এর জন্য আরও বেশি অফিসার দরকার। কেন্দ্রের কাছে বারবার আইএএস অফিসারদের বঙ্গে কাজের সুযোগ করে দেওয়ার আবেদন জানিয়েছেন। কিন্তু তেমন সাড়া মেলেনি বলেও অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। আর সেই কারণেই জেলা ভাগাভাগির কাজ সম্পন্ন হচ্ছে না।
এদিন রাজ্যের বেশ কয়েকজন আমলার ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। পূর্ব মেদিনীপুর, বীরভূম ও পুরুলিয়ার জেলাশাসকদের প্রশংসা করে বলেন, এখন রাজ্যে ২৩টি জেলা, এরপর ৪৬টিও হতে পারে। তার জন্য আরও অফিসার দরকার। পরিকাঠামো দরকার। পরিকাঠামো আমাদের আছে, কিন্তু পর্যাপ্ত অফিসার নেই।
এর আগে এপ্রিল মাসে নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। বাংলায় ৪২টি লোকসভা কেন্দ্র রয়েছে। অথচ জেলার সংখ্যা মোটে ২৩। বাংলার চেয়ে আয়তনে ছোট অনেক রাজ্যেই জেলার সংখ্যা বেশি। প্রশাসনিক কাজ সুপরিচালনার জন্য এ রাজ্যেও জেলার সংখ্যা বাড়াতে চাইছে নবান্ন। বড় জেলাগুলিকে ভাঙার পরিকল্পনা রয়েছে।
বৃহস্পতিবার WBCS অফিসারদের বার্ষিক সম্মেলনে ফের জেলাভাগের ইঙ্গিতই দিলেন মুখ্যমন্ত্রী। স্পষ্টই জানালেন, কেন্দ্রের অসহযোগিতায় বাংলায় পর্যাপ্ত IAS, IPS না থাকায় সেই কাজ এগনো সম্ভব হচ্ছে না। তবে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগতই জানাচ্ছে ওয়াকিবহাল মহল।