এক নজরে

Mamata Banerjee: দুই শিল্পীকে শেষ শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

By admin

February 16, 2022

কলকাতা ব্যুরো: মঙ্গলবার সন্ধ্যেবেলাতেই জীবনাবসান হয়েছে গীতশ্রী সন্ধ্যা মুখ্যোপাধ্যায়ের। বুধবার সমস্ত কর্মসূচী ছাঁটকাট করে তড়িঘড়ি উত্তরবঙ্গ থেকে কলকাতায় উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রদ্ধা জানাতে ছুটে গেলেন রবীন্দ্র সদনে। আর কিছুক্ষণের মধ্যেই কেওড়াতলা মহাশ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে সন্ধ্যা মুখোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হবে। ‘গীতশ্রী’র সম্মানে দেওয়া হবে গান স্যালুট। ইতিমধ্যে শববাহী গাড়িতে তোলা হয়েছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের দেহ। নিয়ে যাওয়া হচ্ছে কেওড়াতলা মহাশ্মশানের দিকে। রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের একাধিক মন্ত্রী ও গীতশ্রীর বহু ভক্ত ও অনুরাগীরা। সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাড়ির পিছনে পায়ে পায়ে এগোচ্ছে মিছিল।

বুধবার রবীন্দ্র সদনে গিয়ে প্রয়াত গীতশ্রীর দেহে উত্তরীয় পরিয়ে দেন মুখ্যমন্ত্রী। এদিন সকাল থেকেই প্রয়াত শিল্পীকে শ্রদ্ধা জানাতে পৌঁছন বাংলা সংগীতজগতের বিশিষ্টরা। পৌঁছন তাঁর কন্যা সৌমী মুখোপাধ্যায়। কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাঁকে। সৌমীর সঙ্গে কথা বলেন মমতা। রাজ্য মন্ত্রীসভার সদস্যরা উপস্থিত রয়েছেন রবীন্দ্র সদন চত্বরে। শ্রদ্ধা জানাতে পৌঁছন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

তবে শুধু সন্ধ্যা মুখোপাধ্যায়ই নন এদিন বাপ্পি লাহিড়ীকেও রাজ্য সরকারের তরফে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। একতারা মুক্তমঞ্চে বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাপ্পি লাহিড়ীর ছবিতে শ্রদ্ধা জানান সকলে। শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

এদিন কোচবিহারের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাপ্পি দাও মারা গিয়েছেন। তাঁর অনেক হিন্দি গান আপনারা জানেন। অনেক বাংলা গানও রয়েছে। বলিউড থেকে টলিউড সবজায়গায় কাজ করেছেন তিনি। সংগীত জগতের অপূরণীয় ক্ষতি হল সন্ধ্যা দি এবং বাপ্পি লাহিড়ী চলে যাওয়ায়। বাপ্পি লাহিড়ী মুম্বইয়ে মারা গিয়েছেন। হয়ত ওখানেই তাঁর শেষ কাজ হবে। সন্ধ্যা দি আমাদের আপনজন।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই ‘গীতশ্রী’র মরদেহ বুধবার শায়িত রাখা হয় রবীন্দ্র সদনে। বেলা ১২টা থেকে ৫টা পর্যন্ত সেখানে শ্রদ্ধাজ্ঞাপনের সুযোগ পান অসংখ্য ভক্তরা। নিজের রাজনৈতিক কর্মসূচি কাটছাঁট করে বুধবার দুপুরে উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফিরে আসেন মুখ্যমন্ত্রী। ফিরেই তিনি সোজা পৌঁছে যান রবীন্দ্র সদনে। সেখানে ‘গীতশ্রী’কে শ্রদ্ধাজ্ঞাপন করেন মমতা।