এক নজরে

উত্তরবঙ্গে আজ দুই জেলার সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

By admin

September 29, 2020

কলকাতা ব্যুরো: (ফাইল ছবি) তিন দিনের উত্তরবঙ্গ সফরে আজ দুই জেলার পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই তিনি পৌঁছেছেন উত্তরবঙ্গে। আগামীকাল দার্জিলিং, কালিম্পঙ এবং কোচবিহার জেলার সঙ্গে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। আজ এবং কালের প্রতিটি বৈঠকই হবে শিলিগুড়ির অদূরে উত্তরকন্যায়।

দিন সাতেক আগেই মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে তা সপ্তাহ খানেক পিছিয়ে যায়। কোভিড পরিস্থিতি কাটিয়ে কিভাবে উন্নয়নের কাজে গতি আনা যায়, সেটাই মুখ্যমন্ত্রী খতিয়ে দেখবেন। এ বিষয়ে তিনি যেমন জেলাগুলোর পরিস্থিতি সম্পর্কে খবর নেবেন, তেমনই প্রয়োজনীয় দিকনির্দেশ করবেন।

গতকাল শিলিগুড়ি পৌঁছানোর পর করোনা সম্পর্কে বেশ কিছু সাবধানতা অবলম্বন করেন মুখ্যমন্ত্রী। সাধারণত তিনি বসেন গাড়ির সামনের সিটে, চালকের পাশে বসেন তিনি। কিন্তু গতকাল তিনি বসেছিলেন মাঝখানের সিটে।