কলকাতা ব্যুরো: দেশে হোক বা বিদেশ, সফরে গেলে নানা সময় ভিন্ন মেজাজে ধরা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কখনও নিজেই কারও সঙ্গে গল্প জুড়ে দেন। কখনও আবার সটান পরিবারের আপনজনের মতো গেরস্থের খুঁটিনাটি বিষয়ও জেনেবুঝে নেন। এবারের দার্জিলিং সফরেও তার অন্যথা হয়নি।


জিটিএ-র শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে দার্জিলিংয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাহাড় মুখ্যমন্ত্রীর অত্যন্ত পছন্দের জায়গা। বহুবার তিনি নিজেই সেকথা বলেছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে বিভিন্ন প্রকল্পের জন্য বা প্রশাসনিক কাজে পাহাড়ে এসেছেন। কাজ সেরে হালকা মেজাজে ঘুরতেও দেখা যায় তাঁকে। এবারের সফরে অবশ্য বেশ কয়েকবার হালকা মেজাজে দেখা গিয়েছে তাঁকে। দার্জিলিঙে বৃহস্পতিবার মমতাকে (Mamata Banerjee) দেখা যায় মোমো বানাতে।


দার্জিলিঙে এলেই মুখ্যমন্ত্রী হাঁটতে বেরোন। এদিনও সকালে হাঁটতে বেরিয়েছিলেন। রিচমন্ড হিল থেকে সিংমারি হয়ে দার্জিলিং চিড়িয়াখানা পর্যন্ত হেঁটেছেন। সেখান থেকে ফেরার পথেই মোমো বানানোয় হাত লাগান তিনি। নিজেই তৈরি করেন মোমোর লেচি। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে মোমো বানানোতেই থেমে থাকেননি তিনি। তাঁদের সঙ্গে কথা বলে তাঁদের নানা সুবিধা-অসুবিধার কথা মন দিয়ে শোনেন।


বৃহস্পতিবার দার্জিলিংয়ের রাস্তায় হাঁটার সময়েও জনসংযোগ সারেন মমতা (Mamata Banerjee)। আশপাশের লোকজনের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। মুখ্যমন্ত্রীকে দেখতে রাস্তার পাশে জমেছিল ভিড়ও।


উল্লেখ্য, বুধবারও ভিন্ন মেজাজে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। শিশুদের সঙ্গে মেতে উঠেছিলেন তিনি। সঙ্গে ছিল একটা কৌটো। সেখান থেকে চকোলেট বিলি করেছিলেন তিনি। এর আগেও পাহাড়ে এসে মোমো বানিয়েছিলেন মমতা। কখনও রাস্তায় হাঁটতে হাঁটতে রাস্তার পাশে চায়ের দোকানে ঢুকে চাও বানাতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। পাশাপাশি এদিন হাঁটতে বেরিয়ে তাঁকে ছবি তুলতে দেখা যায়। চারদিনের পাহাড় সফর শেষে বৃহস্পতিবারই কলকাতায় ফেরেন মুখ্যমন্ত্রী।