কলকাতা ব্যুরো: জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দ্বিতীয় দিনে বৃষ্টিতে যানবাহনের অভাবে ভুগতে হল পরীক্ষার্থীদের। বুধবার শহরের রাস্তায় বাসের ব্যবস্থা কম ছিল বলে অভিযোগ পরীক্ষার্থীদের। এমনকি দূরের জেলাগুলি থেকেও সল্টলেক ও রুবি পার্কে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে বেগ পেতে হই কিছু পড়ুয়াকে। ফলে দূর-দূরান্ত থেকে বহু পরীক্ষার্থী যোগ দিতে পারেননি পরীক্ষা কেন্দ্রে।
এদিকে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়েন্ট এন্ট্রান্স এবং নিট পরীক্ষা করা নিয়ে তোপ দেগেছেন কেন্দ্রকে। তিনি বলেন, রাজ্যের হিসাব অনুযায়ী মঙ্গলবার প্রথম দিনে পরীক্ষায় মাত্র ২৫ শতাংশ পরীক্ষার্থী বসতে পেরেছেন। প্রায় সাড়ে চার হাজার পড়ুয়া পরীক্ষায় বসার জন্য ফর্ম ভরলেও বাস্তবে ওই দিন এগারশো পরীক্ষার্থী পরীক্ষায় বসেন।
এই নিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন কেন্দ্রের বিরুদ্ধে। তার বক্তব্য, আমরা পরীক্ষা বন্ধ করতে বলিনি, শুধু পিছিয়ে দিতে বলেছিলাম। কার জন্য এত জন পরীক্ষার্থী পরীক্ষায় বসতে পারল না? প্রশ্ন মমতার।
কেন্দ্রের এই একগুঁয়েমিতেই ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট হতে পারে বলে অভিযোগ রাজ্যের।