কলকাতা ব্যুরো: নাগাড়ে বৃষ্টি ও ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী রবিবার তিনি উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বলে সূত্রের খবর। উত্তরবঙ্গে এখন বানভাসী পরিস্থিতি তৈরি হয়েছে। তাছাড়া পর্যটকরা সেখানে গিয়ে আটকে পড়েছেন। আবার অনেকে মারা গিয়েছেন বলেও খবর। তাই মানুষের পাশে থাকতে নিজেই পথে নামতে চলেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শিলিগুড়ি থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া উড়ে যাওয়ার কথা। আগামী ২৮ অক্টোবর গোয়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফর শেষে তিনি সোজা চলে যাবেন গোয়া। ওখানের মানুষের সঙ্গে কথা বলবেন তিনি। সম্প্রতি সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গিয়েছিলেন। আর সেখানে বলেছিলেন, ২০২২ সালের বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা সরকার গড়বে বিজেপি। তার পর মুখ্যমন্ত্রীর এই সফর বেশ তাৎপর্যপূর্ণ।

২৪ অক্টোবর উত্তরবঙ্গ সফরে যাবেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, ওইদিন কলকাতা থেকে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। নামবেন শিলিগুড়িতে। সেখান থেকে উত্তরকন্যায় গিয়ে থাকবেন মুখ্যমন্ত্রী। তারপর ২৫ অক্টোবর শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠক করবেন। এরপর ২৬ অক্টোবর এবং ২৭ অক্টোবর কার্শিয়াং যাবেন তিনি। তবে এই সফরে দার্জিলিং যাচ্ছেন না তিনি। ২৮ অক্টোবর কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী।

ইতিমধ্যেই সেখানকার প্রশাসনকে সক্রিয় হতে বলেছেন মুখ্যমন্ত্রী। বন্যায় উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। সেই বিষয়ে তিনি বৈঠক করবেন এবং সেখানে যাবেন মুখ্যমন্ত্রী। তাই সব ব্যবস্থা তৈরি করা হচ্ছে। তবে এই সফরে যদি প্রতিকূল পরিস্থিতি তৈরি হয় তাহলে তা বাতিলও হতে পারে। আপাতত ঠিক হয়েছে তিনি যাচ্ছেন।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার ঘনিষ্ঠমহলে বলেছেন, উত্তরবঙ্গের মানুষ প্রাকৃতিক দুর্যোগে কষ্টে আছেন। তাই এখানে বসে না থেকে তাদের পাশে গিয়ে দাঁড়ানো উচিত। মানুষের এই কষ্টে পাশে থাকতেই হবে। একের পর এক রাস্তায় ধস, সেতুতে ফাটলের জেরে চরম ভোগান্তির শিকার পর্যটকেরা। আবহাওয়া দফতর সূত্রে খবর, এখনই বৃষ্টি থেকে রেহাই নেই। দিনভর উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version