কলকাতা ব্যুরো: কোভিড পরিস্থিতি মোকাবিলায় পুলিশ যে ভাবে কাজ করছে দিন কয়েক আগেও তা দরাজ গলায় প্রশংসা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পুলিশ দিবসের অনুষ্ঠানে আরো একবার শোনা গেল তাঁর মুখে। তিনি বলেন, কোভিড ওয়ারিয়ার হিসেবে পুলিশ যে কাজ করছে তা সত্যিই প্ৰশংসার যোগ্য।
মুখ্যমন্ত্রী জানান, মোট ৭ হাজার ৯৬৩ জন পুলিশ কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। তার মধ্যে ৫ হাজার ৮৬৯ জন রাজ্য পুলিশের ও ২ হাজার ৯৪ জন কলকাতা পুলিশের। মোট ২৪ জন কোভিড আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তার মধ্যে আজ ১৬ জনের পরিবারকে চাকরি দেওয়া হলো। মুখ্যমন্ত্রী বলেন, কোভিড মোকাবিলায় ইতিমধ্যেই ৩ হাজার কোটি টাকা খরচ করা হয়েছে।
এছাড়াও এদিন আরো কিছু ঘোষণা করা হয় রাজ্যের তরফে। যারা জুনিয়র কনস্টেবল ছিলেন তাদের কনস্টেবল হিসাবে পদন্নোতি করা হল।সিভিক পুলিশ, আশা কর্মি দের ২০০০ টাকা করে পুজোর বোনাস দেওয়া হবে। অবসর কালীন ভাতা হিসাবে ৩ লক্ষ টাকা করে দেওয়া হবে হোমগার্ড, গ্রামীন পুলিশ, সিভিক পুলিশদের। কর্মরত অবস্থায় কেউ মারা গেলে তাদের পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে।
এছাড়াও সিভিক পুলিশ, গ্রামীন পুলিশ ও ভলান্টিয়ারদের বেতন বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।