এক নজরে

Bipin Rawat Helicopter Crash: দুর্ঘটনার কবলে বিপিন রাওয়াত

By admin

December 08, 2021

কলকাতা ব্যুরো: কপ্টার ভেঙে দুর্ঘটনার কবলে পড়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। এই কপ্টারে ছিলেন মোট ১৪ জন। আপাতত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বিপিন রাওয়াতকে। এই খবর সামনে আসার পরেই তড়িঘড়ি প্রশাসনিক বৈঠক শেষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মালদাতে প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন তিনি। সেখানে বৈঠক চলাকালীন তিনি সেনার কপ্টার ভেঙে পড়ার খবর পান। শোকও প্রকাশ করলেন তিনি। বললেন, “দুঃসংবাদটা পেয়ে মন খারাপ হয়ে গেল। আরও কিছু আলোচনার ছিল। কিন্তু এত বড় দুঃসংবাদ এল।”

বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ তামিলনাড়ুর কুন্নুরে বড়সড় দুর্ঘটনার কবলে পড়ে সেনা চপারটি। সেই চপারে ছিলেন সস্ত্রীক সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত-সহ মোট ১৪ জন। সেই খবর এসে পৌঁছতেই মালদহের প্রশাসনিক বৈঠক থামিয়ে দেন মুখ্যমন্ত্রী। পরে টুইট করেও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। 

সঙ্গে থাকা আধিকারিকদের কাছে তামিলনাড়ুর আবহাওয়ার পরিস্থিতি জানতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। কীভাবে দুর্ঘটনা ঘটল তা নিয়েও প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। এর পরই বলেন, “বড়সড় দুঃসংবাদ এল। মনটা খারাপ হয়ে গেল। কতটা খারাপ লাগছে বলে বোঝাতে পারব না।” বৈঠকে আরও কিছু আলোচনা করার ছিল বলেও জানান তিনি। তবে এমন পরিস্থিতিতে বৈঠক চালিয়ে যেতে চাননি মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “পাহাড়ি এলাকায় কপ্টার খুব বিপজ্জনক।”

সোমবার নীলগিরির কাঠে আচমকা ভেঙে পড়ে সেনা কপ্টার। জানা গিয়েছে ওই কপ্টারে ছিলেন বিপিন রাওয়াতের পরিবারের সদস্যরা। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৩ জনকে। উদ্ধারকার্যে হাত লাগিয়েছেন স্থানীয়রাই জানা গিয়েছে এমনটাই।

জানা গিয়েছে, কোয়েম্বাটুর থেকে কুন্নুরের দিকে যাচ্ছিল এই বিমানটি। পাহাড়ি এলাকা পার হতে সময় লাগত ২০ থেকে ৩০ মিনিট। আচমকাই এই দুর্ঘটনা ঘটে। কেন কপ্টার হঠাৎ করে ভেঙে পড়ল সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিন সস্ত্রীক সুলুর গিয়েছিলেন বিপিন রাওয়াত। ওই অঞ্চলের আবহাওয়া বিশেষ ভালো ছিল না। সেক্ষেত্রে কেন এই পদাধিকারীকে চপারে বসানো হল, তা নিয়ে উঠছে প্রশ্ন। জানা গিয়েছে এদিন বিকট শব্দ করে বিমানের একটি দিক মাটিতে ভেঙে পড়ে এবং তাতে আগুন ধরে যায়। আপাতত বিপিন রাওয়াতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিনের ঘটনায় সুরক্ষার কোনও খামতি ছিল কিনা, ঠিক কী ঘটেছিল এদিন, সেই যাবতীয় বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে।