কলকাতা ব্যুরো; মঙ্গলবার পুলিশ দিবসের অনুষ্ঠানে দুর্গাপুজো নিয়ে গুজব ছড়ানোয় নাম না করে বিজেপিকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন অনেকেই বলছে যে দূর্গাপুজো করতে দেওয়া হবে না। এই ফেক খবর ছড়ানো হয়েছে। আমি পুলিশকে বলবো, যারা এটা করেছে তাদের খুঁজে বের করতেই হবে। তাদের চড় থাপ্পর না মেরে ১০০ বার কানধরে উঠবোস করাতে হবে। আমি দেখতে চাই। যদি সরকার এই কাজ করে থাকে তাহলে আমি সবার সামনে কান ধরে উঠবস করবো। যে রাজনৈতিক দলই এই কান্ড করছেন তাদের বলি, সব কিছুর একটা সীমারেখা থাকা উচিত।
১ সেপ্টেম্বর পুলিশ দিবস পালনের কথা থাকলেও দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যাযের মৃত্যুতে ওই অনুষ্ঠানটি স্থগিত রাখা হয়। এদিন পালিত হলো সেই অনুষ্ঠানটি।