এক নজরে

পুজোর মুখে মমতা হাসি ফোটালেন আশাকর্মী থেকে গ্রিন পুলিশের

By admin

September 24, 2020

কলকাতা ব্যুরো: পুজোর মুখে আবারও দান ধ্যানের ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে বসেন মমতা। বর্তমান পরিস্থিতিতে কেমন হবে এবছরের দুর্গা পুজো? তা নিয়ে সাধারন মানুষের পাশাপাশি পুজো উদ্যোক্তাদের কপালেও পড়ে চিন্তার ভাঁজ। কিন্তু বৃহস্পতিবার শুধু সাধারন মানুষদেরই নয় রাজ্যের বিভিন্ন জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের মুখেও কিছুটা হলেও হাসি ফোটালেন মুখ্যমন্ত্রী।

রাজ্যের সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ ও আশা কর্মীদের বেতন মাসে এক হাজার টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করলেন। পাশাপাশি ৮১ হাজার হকারকে পুজো উপলক্ষে দু হাজার টাকা করে ভাতা দেবে রাজ্য সরকার। আগে সিভিক ভলেন্টিয়াররা ৩ হাজার টাকা পেতেন। পরে তা বাড়িয়ে ৮ হাজার করা হয়। আর এবার পুজোর মুখে তা বেড়ে দাঁড়ালো ৯ হাজারে।

পাশাপাশি মমতা এদিনের বৈঠকে জানান, করোনার মধ্যে আশা কর্মীরা অনেক ঝুঁকি নিয়ে কাজ করেছেন। আর সেই কারনেই তাঁদের বেতনও হাজার টাকা করে বাড়ানো হচ্ছে। এহাড়াও অঙ্গনওয়াড়ি, আইসিডিএস কর্মীরা অবসরের পর ৩ লক্ষ টাকা করে পাবেন।