এক নজরে

সাংসদ সাসপেন্ড ইস্যুতে বিজেপির বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের ডাক মমতার

By admin

September 21, 2020

কলকাতা ব্যুরো: শ্রমিক -কৃষক বঞ্চনার ইস্যুতে বিজেপি বিরোধী হাওয়া তুলে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যসভায় গোলমাল এবং কৃষক বিল ইস্যু সামনে রেখে মমতা সর্বক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে আন্দোলনের ডাক দিলেন। কেন্দ্রের শ্রমিক বঞ্চনার অভিযোগ সঙ্গে জুড়লেন মমতা। রবিবার রাজ্যসভার ঘটনার পর সোমবারও বিজেপি বিরোধী দলগুলির সাংসদরা দিল্লিতে যখন ধরনা বিক্ষোভ দেখাচ্ছেন, তখন রাজ্য প্রশাসনের সদর দপ্তরে বসে সেই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেভাবে ধ্বনি ভোটে বিজেপি রাজ্য সভায় কৃষক বিল পাশ করিয়েছে, তাকে অগণতান্ত্রিক ও হিটলার মানসিকতা বলে ব্যাখ্যা করলেন বাংলার মুখ্যমন্ত্রী।

বিজেপির বিরুদ্ধে দিল্লিতে যেমন আন্দোলন জারি থাকবে, তেমনই কলকাতায় তৃণমূল মহিলা ব্রিগেড মঙ্গলবার গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসবে। তৃণমূলের বিভিন্ন সংগঠন এখন থেকে বিভিন্ন দিনে বিজেপি বিরোধী ধরনা, বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাবে।