কলকাতা ব্যুরো: পুরুলিয়ায় কর্মিসভা বৈঠকের পর বাঁকুড়ার প্রশাসনিক বৈঠকেও ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রবীন্দ্র ভবনে প্রশাসনিক বৈঠকে মোদি সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে মমতা বলেন, ১০০ দিনের কাজের টাকা ৭ দিনের মধ্যে দিয়ে দেওয়াই নিয়ম। কিন্তু টাকা দিচ্ছে না কেন্দ্র।
বাঁকুড়ার হস্তশিল্প ও ক্ষুদ্রশিল্প নিয়ে বলতে গিয়ে মমতা টেরাকোটা, ডোকরা ও বালুচরী শাড়ির সম্ভাবনা কথা তুলে ধরেন। পর্যটন শিল্প নিয়ে মমতা জানতে চান, হোম ট্যুরিজম নিয়ে কী কাজ হয়েছে বাঁকুড়া জেলায়? পর্যটন শিল্পের উন্নতিতে সবসময় পশ্চিমী ধারা অনুসরণ করতে হবে, তার কী মানে আছে? আমরা এখানে আমাদের মতো করে পর্যটনে উন্নতির কাজ করব। এই জেলায় পর্যটন শিল্পে বিপুল সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
পর্যটন শিল্পে দক্ষতা অর্জনে ছাত্র-যুবকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার নির্দেশও দেন মমতা। বাংলার ডেয়ারি সাফল্যের কথাও তুলে মুখ্যমন্ত্রীকে জানান প্রশাসনিক আধিকারিক। বিভিন্ন জায়গায় বাংলার ডেয়ারির স্টল খোলার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেই স্টল থেকে মাছ, ডিম, আইসক্রিম বিক্রির নির্দেশ দেন।