এক নজরে

#mamatabanerjee: শুভেন্দুকে ছাড়াই লোকায়ুক্ত ও মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিয়ে আলোচনা

By admin

May 24, 2022

কলকাতা ব্যুরো: সোমবার মন্ত্রিসভার বৈঠকের পরই সাংবাদিকদের মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, এদিনের বৈঠকে লোকায়ুক্ত হিসেবে পাশ হয়েছে হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়ের নাম। রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে সুপারিশ করা হয়েছে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের নাম।

সোমবার বিকেলে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী জানান, এদিন দুটি বৈঠক করেছেন তিনি। তারপর বলেন, ২৭ ডিসেম্বর ২০২১ সালে লোকায়ুক্ত নিয়ে বৈঠক হয়েছিল। সেখানে অসীমবাবুর নাম বলা হয়েছিল। বর্তমানে তিনিই কাজ করছিলেন। এদিন ফের তার নামই আলোচনা হয়েছে। নামটি পাশ হয়েছে।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান প্রসঙ্গে মমতা বলেন, দীর্ঘদিন ধরে মানবিকার কমিশনের চেয়ারম্যান পদ ফাঁকা। ফলে প্রচুর ফাইল পড়ে রয়েছে। এদিনের বৈঠকে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে হাই কোর্টের প্রাক্তন চিফ জাস্টিস জ্যোতির্ময় ভট্টাচার্যের নাম সুপারিশ করা হয়েছে। আরও একজন সদস্যকেও নিযুক্ত করা হবে বলে জানিয়েছেন তিনি। 

এর আগে ২৭ ডিসেম্বর অর্থাৎ সোমবার বিধানসভায় সরকার বিরোধী বিধায়করা আলোচনাক্রমে নাম চূড়ান্ত করেন। সেই সময় জানা গিয়েছিল ,নতুন লোকায়ুক্ত হিসেবে নিযুক্ত হতে চলেছেন প্রাক্তন বিচারপতি অসীম রায়। সর্বসম্মতিক্রমে তাঁর নাম ঠিক করা হয়েছে। রাজ্যপালের কাছে নাম পাঠানো হয়। পরবর্তীতে তিনিই কাজ করছিলেন। এদিন ফের লোকায়ুক্ত নিয়ে বৈঠক হয়। সেখানে ফের উঠে এসেছে অসীমকুমার রায়ের নাম। সেই সময় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে সুপারিশ করা হয়েছিল জ্যোতির্ময় ভট্টাচার্যের নামই। তবে সেদিনের বৈঠকেও ছিলেন শুভেন্দু অধিকারী। 

উল্লেখ্য, তবে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নির্বাচনের জন্য তিনজনের একটি কমিটি তৈরি হয়েছিল আগে। সেই কমিটিতে ছিলেন মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সোমবার এই কমিটির বৈঠক হওয়ার কথা দুপুর ১টা নাগাদ। সেই তিনজনের উপস্থিতিতে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নির্বাচনে সিলমোহর দেওয়ার কথা ছিল আজই। কিন্তু এদিনের বৈঠকেও যাননি শুভেন্দু। তার অনুপস্থিতিতেই সম্পন্ন হল নিয়োগ সংক্রান্ত বৈঠক।