কলকাতা ব্যুরো: প্রথমবার শিলিগুড়ি পুরনিগম দখল করলো তৃণমূল কংগ্রেস। সোমবার ফলপ্রকাশের পরই মেয়রের নাম ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আবার এদিনই নবনির্বাচিত মেয়র গৌতম দেবকে বিশেষ বার্তা দিলেন তিনি। জানিয়ে দিলেন, শিলিগুড়িকে কলকাতার মতো ঝাঁ চকচকে গড়ে তুলতে হবে। কাজ করতে হবে সকলকে নিয়ে। সোমবার বিকেলে শিলিগুড়িতে দাঁড়িয়ে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
সোমবার ছিল পঞ্চানন বর্মার জন্মবার্ষিকী। এদিন শিলিগুড়ি পৌঁছে তাঁর মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী। তারপরই শিলিগুড়ি পুরনিগমে তৃণমূলকে জেতানোর জন্য আমজনতাকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। তাঁর সাফ কথা, আমাদের উপর ভরসা রাখার জন্য মানুষকে ধন্যবাদ। পাশাপাশি উত্তরবঙ্গের জন্য গুরুত্বপূর্ণ এই শিলিগুড়িকে সাজিয়ে তোলার বার্তাও দেন মুখ্যমন্ত্রী।
মমতার কথায়, একমাত্র শিলিগুড়ির মেয়রের নাম ঘোষণা করেছি। গৌতম দেব মেয়র হবেন। তারপরই গৌতম দেবকে মমতা বলেন, শিলিগুড়িকে কলকাতার মতো ঝাঁ চকচকে করতে হবে। ঢেলে সাজাতে হবে শিলিগুড়ির ট্রাফিক ব্যবস্থা। উন্নয়ন এমন হবে যাতে রাস্তায় মানুষকে দাঁড়িয়ে থাকতে না হয়। মানুষের বোঝা যাতে না বাড়ে। আমরা মানুষের উপর করের বোঝা চাপাই না।
মুখ্যমন্ত্রী আরও বলেন, শুধু সবুজ আবির খেললেই চলবে না। মনও সবুজ করতে হবে। সবুজ মনে তৈরি হন। সকলকে নিয়ে উন্নয়ন করুন।
তিনদিনের সফরে উত্তরবঙ্গে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিলা রায়ের জন্মবার্ষিকীর অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। উত্তরবঙ্গে উড়ে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তৃণমূল নেত্রীর বার্তা, যত জিতবেন তত নম্র হতে হবে। এই জয় মানুষের জন্য। মানুষকে উৎসর্গ করছি এই জয়। মমতা জানান, এবার তাঁর সরকারের প্রধান লক্ষ্য শিল্পায়ন। একইসঙ্গে কর্মসংস্থান বাড়ানোও তৃণমূল সরকারের লক্ষ্য বলে জানান তিনি।
মমতা বন্দ্যেপাধ্যায়ের কথায়, আমি মানুষের কাছে খুবই কৃতজ্ঞ। বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর, কলকাতা কর্পোরেশনে মানুষ পাশে থেকেছেন। আগামিদিনে আরও ১০০র উপরে পুরসভার ভোট আছে। সাধারণ মানুষের পরিষেবা, বাংলার সবুজায়ন, শিল্প সমৃদ্ধ করা, মায়ের সম্মান, ছাত্র যুবদের সম্মান, শ্রমিক কৃষকের ভালবাসা, সর্বধর্ম সমন্বয়ের মধ্যে দিয়ে সংস্কৃতি সম্প্রীতির মধ্যে দিয়ে আমরা করে চলেছি এবং করে যাব। আগামিদিন আমার ডেস্টিনেশন ইন্ডাস্ট্রি। কাজের সুযোগ বাড়ানো।
একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেন, জনগনের পরিষেবা পুরনিগম, পুরসভা দেবে। সরকারের অনেক কাজ। মঙ্গলবার থেকে আবার দুয়ারে সরকার শুরু হচ্ছে। আমাদের সমস্ত সরকারি প্রকল্প যেন ঠিকমতো চলে তা সবাইকে দেখতে হবে। কোভিড কমে গেলেও সতর্ক ও সচেতন থাকতে হবে। এই জয় মানুষের উদ্দেশে উৎসর্গ করছি।