%%sitename%%

এক নজরে

Mamata Banerjee: আমি না জিতলে অন্য কেউ মুখ্যমন্ত্রী হয়ে যেতে পারে

By admin

September 23, 2021

কলকাতা ব্যুরো: মুখ্যমন্ত্রী পদে বহাল থাকতে হলে তাঁকে ভোটে জিতে বিধায়ক হয়ে আসতে হবে। আর সেই ভোটে জেতার জন্য তাই তাঁর পুরনো ভবানীপুর বিধানসভা কেন্দ্রকেই বেছে নিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু, সেখানেও কোথাও যেন আত্মবিশ্বাসের অভাব মমতার মধ্যে। বুধবার একবালপুরে পুলিশ লাইনের কাছে জনসভায় মমতার ভাষণে তেমনটাই মনে করছেন রাজনীতিকরা। যেখানে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ‘‘আমি না জিতলে, অন্য কেউ মুখ্যমন্ত্রী হয়ে যেতে পারেন।’’

প্রসঙ্গত, এদিন ভবানীপুর বিধানসভা উপনির্বাচনের প্রচারে প্রথম জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে একবালপুর এলাকার ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘‘আপনারা নিজেদের ভোট নষ্ট করবেন না। দিদি সহজে জিতে যাবে, এটা ভেবে ভোট না দিতে যাওয়ার সিদ্ধান্ত নেবেন না। এতে ওরা লাভবান হবে। আর আমি না জিতলে, অন্য কেউ মুখ্যমন্ত্রী হয়ে যেতে পারেন ৷’’

তবে সাধারণ তৃণমূল সমর্থকরা এটাকে কেবল ভোট চাওয়ার কৌশল ভাবলেও রাজনৈতিকমহলের মতে, মমতা ভোট কাটাকাটি হওয়ার আশঙ্কা করছেন। পাশাপাশি, এও প্রশ্ন উঠছে, মমতা হেরে গেলে তৃণমূলে কী তাহলে কারও যোগ্যতা নেই মুখ্যমন্ত্রী হওয়ার? নাকি তিনিই নিজের বিধায়কদের কারও উপর ভরসা করেন না? প্রশ্ন একাধিক, কিন্তু তার কোনও উত্তর নেই।

প্রসঙ্গত, ২০২১ বিধানসভা ভোটে নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দাঁড়িয়ে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে মাত্র উনিশ’র কিছু বেশি ভোটে শুভেন্দু তাঁকে হারিয়ে দেন। যা নিয়ে কারচুপি এবং ষড়যন্ত্রের অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্ট এ নিয়ে মামলাও চলছে। বুধবার একবালপুরের প্রচারে সেই প্রসঙ্গও টেনে আনেন তিনি। অভিযোগ করেন, ‘‘নন্দীগ্রামে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল। ষড়যন্ত্র করে আমাকে হারিয়েছিল। সেখানে ঠিক কী হয়েছিল, তা আদালতের রায়ে সামনে আসবে।’’ আর তার পরেই ভোটারদের উদ্দেশে মমতা বলেন, নিজেদের ভোট যেন কেউ নষ্ট না করেন। সকলে গিয়ে যেন তাঁকে ভোট দেন।

প্রসঙ্গত, একবালপুর সংলগ্ন ভোটারদের ভোট যে তৃণমূল সুপ্রিমো পাবেন তা নিয়ে তিনি নিশ্চিত কিন্তু মমতা জিতে যাবেন এই ভেবে অনেকেই ভোট নাও দিতে পারেন। আর এতে বিজেপি প্রার্থীর সুবিধা হয়ে যেতে পারে বলেই মনে করছেন তিনি। সেই থেকেই মমতার ভোটাদের কাছে এই আবেদন বলে মনে করা হচ্ছে।

পাশাপাশি, এদিন সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়েও সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী মাসে দুর্গাপুজো। হিন্দু ভোট টানতে এই মুহূর্তে বাঙালির শ্রেষ্ঠ উৎসব সবচেয়ে বড় হাতিয়ার মমতার। তাই বিজেপি’র বাংলায় দুর্গাপুজো হতে না দেওয়ার অভিযোগকে এদিন ফের একবার অপ্রচার বলে নিশানা করলেন তিনি। জানালেন, করোনা পরিস্থিতির মধ্যেও বিধিনিষেধ মেনে দুর্গাপুজো হবে। আর এ প্রসঙ্গে, ত্রিপুরায় ১৪৪ ধারা জারি করা নিয়ে বিজেপিকে খোঁচা দেন মমতা। বলেন, ত্রিপুরাতেও বড় করে দুর্গাপুজো হয় কিন্তু, সেখানে করোনার নাম করে ১৪৪ ধারা জারি করেছে বিজেপি শাসিত সরকার। মমতার আরও অভিযোগ, তৃণমূলকে রুখতে বাঙালির শ্রেষ্ঠ উৎসবও বিজেপি বন্ধ করে দিয়েছে ত্রিপুরায়।