কলকাতা ব্যুরো: কলকাতার রেড রোডে ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপিত হলো। জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য পুলিশ মহলের অনেককে সংবর্ধনা দেন তিনি। এদিন মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়। করোনা আবহে, গতবারের মতো এবারও দর্শকশূন্য ছিল গোটা অনুষ্ঠান। মাত্র আধঘণ্টার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এদিন অনুষ্ঠান শেষে পুলিশ মেমোরিয়াল ও নেতাজির মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী।
এদিকে, ৭৫ তম স্বাধীনতা দিবসে ভিক্টোরিয়া মেমোরিয়ালে সাড়ে ৭ হাজার বর্গফুটের পতাকা উত্তোলন করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সেখানে ভাষণও দেন তিনি। তবে এদিন রাজ্যপাল ভিক্টোরিয়া যাওয়ার কারনে রেড রোডে অনুষ্ঠানের সময় পিছিয়ে যায়। পাশাপাশি ৭৫ তম স্বাধীনতা দিবসে মুরলীধর সেন লেনে বিজেপির রাজ্য দফতরে পতাকা উত্তোলন করেন দিলীপ ঘোষ। বামেদের স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে বিজেপি রাজ্য সভাপতির কটাক্ষ, দেরিতে হলেও বোধোদয় হয়েছে। যখন গোটা পৃথিবীতে মার্কসবাদ ছিল না ওরা সেটা পশ্চিমবঙ্গে ধরে রাখার চেষ্টা করেছে।
তবে শুধু কলকাতাই নয়, জেলায় জেলায় আয়োজিত হয় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপনে বনগাঁ পেট্রাপোল সীমান্তে বিএসএফের তরফে পতাকা উত্তোলন করা হয়। জওয়ানদের হাতে তুলে দেওয়া হয় মিষ্টি। ছিল বিএসএফের ডগ শো।
অন্যদিকে কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে জাতীয় পতাকা উত্তোলন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।