এক নজরে

প্রতি পুজো পাবে ৫০ হাজার টাকা

By admin

September 24, 2020

কলকাতা ব্যুরো,: করোনা আবহে রাজ্যের পুজো গুলির উদ্যোক্তাদের সহযোগিতা করতে ১৮৫ কোটি টাকা খরচ করবে রাজ্য সরকার। এবার পুজো উদ্যোক্তাদের ৫০ হাজার টাকা করে খরচ দেওয়া হবে। রাজ্যে ৩৭ হাজার রেজিস্টার্ড পুজো আছে। তাদের যাতে এই করোনা আবহে কোন আর্থিক সমস্যা না হয় তাই এই উদ্যোগ বলে বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এবার বিদ্যুৎ ব্যবহারের জন্য ৫০% টাকা দিতে হবে পুজোর উদ্যোক্তাদের। দমকলের অনুমোদনের ক্ষেত্রে কোন টাকা লাগবে না। একইসঙ্গে পঞ্চায়েত বা পুরসভাকে যে টাকা দিতে হয় উদ্যোক্তাদের, তাও এবার মুকুব করা হয়েছে। এদিন রাজ্য সরকারের সঙ্গে বড় পুজোর উদ্যোক্তাদের বৈঠক ছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেখানেই রাজ্য সরকার জানিয়ে দেয়, করোনা পরিস্থিতির জন্য যাতে কোন পুজো আর্থিক কারণে বন্ধ না হয়ে যায় সে কারণেই সাহায্য করবে সরকার।

ছবি- কুন্তল চক্রবর্তী

এর আগে রাজ্যের শুধুমাত্র মহিলা পরিচালিত পুজোকে ১০ হাজার করে টাকা গত কয়েক বছর ধরে সাহায্য করছিল রাজ্য সরকার।