কলকাতা ব্যুরো: পাখির চোখ ২৪-এর লোকসভা নির্বাচন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়ের পর থেকে বারবার বুঝিয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস ৷ শনিবার সেই বিষয়টিই আরও একবার স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন ছিল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ৷ সেই উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এই নিয়ে বার্তা দেন মমতা ও অভিষেক ৷ তাঁরা স্পষ্ট করে দিয়েছেন যে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মোদী সরকারকে উৎখাত করার লক্ষ্যে সফল হতে দেশের অন্যান্য অংশেও বিজেপিকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ঘাসফুল শিবির ৷

সেই কারণে তাঁদের ভাষণে বারবার চলে এসেছে ত্রিপুরা, অসম, গুজরাতের প্রসঙ্গ ৷ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন ত্রিপুরায় বিজেপি পরিচালিত সরকারের বিরুদ্ধে ৷ সেখানে বিপ্লব দেবের সরকার নির্বাচনী প্রতিশ্রুতি পালন করেনি বলেও তিনি অভিযোগ করেছেন ৷ পাশাপাশি এখন সেখানে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে বলেও তাঁর অভিযোগ ৷

অসমের পরিস্থিতিও একই বলে অভিযোগ করেছেন মমতা ৷ তাঁর দাবি, সেখানেও তাঁদের সাংসদদের প্রবেশ করতে দেওয়া হয়নি ৷ উত্তরপ্রদেশের হাথরসেও একই ঘটনা ঘটানো হয়েছে বলেও তিনি অভিযোগ করেন ৷ গুজরাতে বিজেপির সরকারের পারফরম্যান্স খুব খারাপ বলে তিনি দাবি করেছেন ৷

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিজেপির দিকে ৷ তৃণমূলকে রোখা যাবে না বলে দাবি করেছেন ৷ ত্রিপুরা দিয়েই বিজেপির পতনের শুরু হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি ৷

সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল সরকার তৈরি করে মানুষের প্রকৃত উন্নয়ন করবে বলে তিনি দাবি করেছেন ৷ তাই তিনি অমিত শাহকেই তৃণমূলকে রুখে দেখানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ৷ প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি লড়াই হয়েছে। সেই লড়াইয়ে মমতা জিতেছেন ৷ তার ফলে মমতাই এখন জাতীয়স্তরে মোদী বিরোধী অন্যতম মুখ হয়ে উঠেছেন ৷

বিষয়টি উপলব্ধি করতে পেরে জাতীয়স্তরে নিজেদের তুলে ধরার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। সেটা এর আগেও জানিয়েছেন অভিষেক। ত্রিপুরায় সংগঠন বাড়ানোর চেষ্টা শুরু করেছে তৃণমূল। এবার ২১ জুলাইয়ের শহিদ দিবসে মমতার ভাষণ দেখানো হয়েছে নয়াদিল্লি-সহ বিভিন্ন রাজ্যে ৷

ত্রিপুরা-সহ আরও বেশ কয়েকটি রাজ্যে গত ১৬ আগস্ট খেলা হবে দিবস পালন করেছেন তৃণমূল নেতারা ৷ তার পর বিভিন্ন রাজ্যে পালিত হল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসও ৷ এদিনের অনুষ্ঠান থেকে মমতাও টিএমসিপিকে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ার বার্তা দিয়েছেন ৷ অন্যদিকে অভিষেক জানিয়েছেন, যেখানে যেখানে বিজেপি মানুষের অধিকার হরণ করছে, সেই সব জায়গায় তৃণমূল পালটা লড়াই করবে৷

ফলে বোঝাই যাচ্ছে যে ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেছেন মমতা ও অভিষেক। এখন দেখার সেই লক্ষ্যে তাঁরা সফল হন কি না !

Share.
Leave A Reply

Exit mobile version