কলকাতা ব্যুরো: ভোটপর্ব চলাকালীন উত্তেজনা ইংরেজবাজার পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে ৷ ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অশোক সাহার বিরুদ্ধে, বিজেপি পোলিং এজেন্টকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী দীপশিখা মিশ্র। পুলিশের বিরুদ্ধে নিস্ক্রিয়তার অভিযোগও তুলেছেন তিনি ৷ যদিও এই অভিযোগ মানতে চাননি ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অশোক সাহা ৷
এছাড়াও ইংরেজবাজারে ছাপ্পা ভোটের অভিযোগ উঠে এসেছে ৷ পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের ১৮৩, ১৮৪ এবং ১৮৬ নম্বর বুথে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ উঠলো। পাশাপাশি সাংবাদিকদের ক্যামেরা দেখেই ছুটে পালায় ভুয়ো ভোটার। বিজেপি প্রার্থীর পোলিং এজেন্টকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছেন বলে জানান বিজেপি প্রার্থী। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।
পাশাপাশি ইংরেজবাজার পুরসভার ১২ নম্বর বুথে লাগাতার বুথ জ্যাম করার প্রক্রিয়া চলছে। বিজেপির মহিলা প্রার্থী তনুশ্রী দাস ঘোষকে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। বিজেপি কর্মী রণজিৎ দাসের মাথা মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে।