কলকাতা ব্যুরো: প্রবল বৃষ্টি সঙ্গে বাজ পড়ছে উত্তরবঙ্গ জুড়ে। শনিবার সকাল থেকে বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ। বাজ পড়ে মালদায় দুজনের মৃত্যু হয়েছে। আবার উত্তরবঙ্গ জুড়ে আগামী 5 দিন ভারী বৃষ্টিপাত ও দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত প্রবল বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
এদিন সকালে মালদায় বাজ পড়ে দুজনের মৃত্যু হয়েছে।এদের মধ্যে বিজলী মন্ডল বাড়ির সামনে মাঠে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন। অন্যদিকে মন্টু কর্মকার নামে এক কাঠমিস্ত্রি তার বাড়ির পাশেই একটি প্লাস্টিকের ছাউনির নিচে বসে কাজ করছিলেন। দুজনের দেহ ময়নাতদন্তের জন্য মালদা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।এদিকে আবহাওয়া দপ্তর আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার পর্যন্ত প্রবল বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
ইতিমধ্যে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। কোচবিহারের মাথাভাঙ্গা থেকে শুরু করে বক্সা দুয়ার, আলীপুর দুয়ার, দোমহনী, সেবক, ফালাকাটা, নাগরাকাটায় প্রবল বৃষ্টি হচ্ছে। ডুয়ার্সে আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে হাওয়া অফিস।