কলকাতা ব্যুরো: (ছবি-প্রতীকী) শনিবার রাতে মালদার গোপালনগর সীমান্তে বিএসএফ এবং চোরাচালানকারীদের মধ্যে লড়াই বেঁধে যায়। চোরাচালানকারীরা মাল পাচারের সময় বিএসএফ জওয়ানরা তাদের চ্যালেঞ্জ করলে তারা উল্টে পাথর এবং রামদা ছুড়ে মারে। এর জবাবে বিএসএফ গুলি চালালে এক বাংলাদেশি চোরাচালানকারীর মৃত্যু হয়। বিএসএফ চোরাচালানকারীদের ফেলে যাওয়া কয়েকশো বোতল ফেনসিডিল বাজেয়াপ্ত করেছে।

শনিবার রাত ১০ টা নাগাদ ১০-১২ জন ভারতীয় চোরাচালানকারীরা বস্তা সহ সীমান্তের তারকাটার দিকে অগ্রসর হতে দেখা যায়। ঠিক একই সময়ে সমসংখ্যক বাংলাদেশি পাচারকারীকেও বিপরীত দিক থেকে আসতে দেখা যায়। বিএসএফ জওয়ান তাদের চ্যালেঞ্জ জানায়, ততক্ষনে ভারতীয় চোরাচালান কারীরা বস্তাগুলো তারকাটার দিকে ফেলে পিছনের দিকে পালিয়ে যায়। ফলে কয়েকটা বস্তা তারকাটাতে আটকিয়ে যায়।

তখন বাংলাদেশি পাচারকারী বিএসএফ জওয়ানদের দিকে পাথর এবং ধারালো অস্ত্র (দা ) ছুড়ে মারে। যার কারণে বিএসএফ জওয়ান আহত হন। বাংলাদেশি চোরাচালানকারীদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালায়। ফায়ারিং এর সাথে সাথে চোরাচালানকারীরা সেই ব্যাগ গুলি ফেলে বাংলাদেশের দিকে পালিয়ে যায়। কিন্তু প্রায় ১০-১৫ গজ দৌড়ে একজন বাংলাদেশি পাচারকারী পড়ে যায়। বাহিনী নিয়ে সেখানে পৌঁছোন কমান্ডার। অঞ্চলটি তল্লাশি করা হয়, তখন একজন বাংলাদেশি চোরাকারবারীর লাশ পাওয়া যায়। একইসাথে ঘটনাস্থল থেকে একটি লোহার দা ও ৩ ব্যাগ ফেনসিডিল বাজেয়াপ্ত করা হয়েছে।

২৪ ব্যাটালিয়ন বর্ডার সিকিউরিটি ফোর্সের কমান্ড্যান্ট অনিল হটকার বলেছেন, সতর্ক বাহিনী দিনরাত ডিউটিতে যে প্রস্তুতি নিয়েছিল তার কারণে চোরাচালানীরা তাদের প্রয়াসে সফল হতে পারছে না।

Share.
Leave A Reply

Exit mobile version