এক নজরে

বই মেলার উদ্বোধনে মলয় ঘটক

By admin

January 02, 2021

কলকাতা ব্যুরো: শনিবার আসানসোল পোলো মাঠে চতুর্থ বই মেলার উদ্বোধন করেন মন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি সুভদ্রা বাউরি, দুর্গাপুরের মেয়ার দিলীপ আগস্তি সহ জেলা আধিকারিকরা।

এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী মলয় ঘটক বলেন, এবারের বই মেলা চার বছরে পড়ল। গত বছর বই মেলাতে প্রায় এক কোটি টাকার মত বই বিক্রি হয়েছে। তাই বই প্রেমিরা সারা বছর অপেক্ষা করে থাকেন বই মেলার জন্য। এবারের বই মেলায় প্রায় ৬০ টির মত স্টল রয়েছে ।