এক নজরে

রাজ্য পুলিশে বড়সড় রদবদল

By admin

August 04, 2022

কলকাতা ব্যুরো: রাজ্য পুলিসে বড় রদবদল। আইপিএস নিশাত পারভেজ এসটিএফের নতুন আইজি হলেন। অজয় মুকুন্দ রানাডেকে সশস্ত্র বাহিনীর এডিজি করা হয়েছে। নতুন ডিআইজি সিআইডি হলেন সোমা দাস মিত্র। অনিল শ্রীনিবাসকে রাজ্য বিদ্যুৎ নিগমের সিকিউরিটি ও ভিজিলেন্স উপদেষ্টা পদে নিয়োগ করা হয়েছে। যাদবপুর ডিভিশনের ডিসি এসএসডি অবধেশ পাঠককে এসপি ট্রাফিক (নর্থ বেঙ্গল) করা হয়েছে।

কলকাতা পুলিসের ডিসি ডিডি স্পেশাল সূর্যপ্রতাপ যাদব হলেন যাদবপুর ডিভিশনের নতুন ডিসি এসএসডি। রাজ্য পুলিসের এসএস আইবি পদে কুমার গৌতমকে বসানো হয়েছে। আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের ডিসি সদর অংশুমান সাহাকে কোচবিহারের নারায়নী ব্যাটেলিয়নের সিও করা হয়েছে। কলকাতা পুলিসের নতুন ডিসি ডিডি স্পেশাল হলেন অরিস বিলাল।

এর আগে মে মাসেও রাজ্য পুলিসে বড় রদবদল হয়েছিল।