এক নজরে

ভারী গাড়ি চলবে না মাঝেরহাট সেতুর উপরে

By admin

December 03, 2020

কলকাতা ব্যুরো: আজ সন্ধ্যায় মাঝেরহাট ব্রিজ বা জয় হিন্দ সেতুর উদ্বোধনের পর থেকে তার ওপর দিয়ে গাড়ি চলাচলের অনুমতি দিল কলকাতা পুলিশ। তবে খুব ভারী যান চলাচল সেতুর উপর দিয়ে করতে পারবে না বলে পুলিশের অ্যাডভাইজারিতে জানিয়ে দেওয়া হয়েছে। সে ক্ষেত্রে মাল বোঝাই ট্রাক বা যাত্রী বোঝাই বাস এর সেতু নিয়ে যাওয়ার কথা নয়।

কলকাতা পুলিশের তরফে মাঝেরহাট সেতুকে কেন্দ্র করে কিভাবে আজ সন্ধ্যের পর থেকে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রিত হবে সে ব্যাপারে অ্যাডভাইজারি প্রকাশ করা হয়েছে। সেখানে জানিয়ে দেওয়া হয়েছে, ভারী গাড়ি ওই সেতুর ওপর দিয়ে যাতায়াত করবে না। একইসঙ্গে আলিপুর পার্ক রোডের বেলি ব্রিজ এখন থেকে ওয়ান ওয়ে হিসেবে ব্যবহার করা যাবে।

আজ সন্ধ্যায় এই সেতুর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যান্য সেতুর মতো সাজিয়ে তোলা হয়েছে আলো দিয়ে মাঝেরহাট ব্রিজ। দু’বছর তিনমাস পরে আবার চালু হচ্ছে এই সেতু। ফলে দক্ষিণ কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনার একটা বড় অংশের মানুষের দুর্ভোগ কমবে বলে আশা।